আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলা হবে

নিউইয়র্ক সফররত ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশ একদিন সত্যিকার অর্থেই সোনার বাংলা হবে। এ শুধু মুখের কথা নয়। বাস্তবে তা পরিণত হবে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের বিবেচনায় এশিয়ার উদীয়মান বাঘ। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো।

এখন ঝুড়ি উপচে পড়ছে। ১৬ কোটি মানুষের দেশে সকলের মুখে ভাত যোগান সহজ নয়। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এক দেশ। অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অবকাঠোমগত উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশকে খুব শিগগির মধ্য আয়ের দেশ বলতে হবে।

তিনি গত ১৫ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কের এলামহার্স্টে একটি পাবলিক স্কুল মিলনায়তনে টাউন হল মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন। এই টাউন হল মিটিংয়ের আয়োজন করেছিল মার্কিন কংগ্রেসের কংগ্রেস ওম্যান গ্রেস মেং।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ড্যান মজিনা আরো বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতের চেয়ে এই সম্পর্ক আরো গভীর হয়েছে এবং এই সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্রের সহায়তার হাত প্রসারিত রয়েছে।

বাংলাদেশও আন্তর্জাতিক বিশ্বে উজ্জ্বল ইমেজ সৃষ্টি করেছে। বিশেষ করে জাতিসংঘের শান্তি বাহিনীতে সেনা ও পুলিশ সদস্যরা সফলতার পরিচয় দিয়ে আসছেন। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সর্বাধিক। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক। যুক্তরাষ্ট্র বাংলাদেশে ৫৪৪টি ঘুর্ণিঝড় সেন্টার নির্মাণ করে দিয়েছে।

রপ্তানিমুখী গার্মেন্টস সেক্টরে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ফলে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। রানা প্লাজার মত ভয়াকহ শিল্প দুর্যোগ যাতে না ঘটে, এ ব্যাপারে বাংলাদেশের সরকারকে সতর্ক থাকার কথাও তার ভাষণে উল্লেখ করেন।

ড্যান মজিনা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ সহজ-সরল। রাজনীতিবিদদের মধ্যে সহনশীল সম্পর্ক দেখতে চায় সাধারণ মানুষ। জানুয়ারির নির্বাচন নিয়ে ৬ জানুয়ারির স্টেট ডিপার্টম্যান্ট ও পরবর্তীতে সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকেই নিজের মতামত বলে ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমবেত প্রবাসী বাংলাদেশিদের প্রশ্নের জবাব দেন তিনি। অনেক প্রশ্ন জমা পড়লে সময়ের অভাবে সব প্রশ্নের জবাব দিতে পারেননি।

মজিনা সমবেতদের আসসালামালাইকুম ও আদাব বলে সম্বোধন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কংগ্রেস ওম্যান গ্রেসম্যাং এবং ঢাকাস্থ দূতাবাসের একজন কূটনৈতিক। এই টাউন হল মিটিংয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

      

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.