এবং মোয়াইল (http://www.ebongmobile.com ) এর সৌজন্যে দেখে নিন মার্চ ২০১৪ এর প্রথম পাক্ষিক এর মোবাইল দুনিয়ার খবরাখবরের সংক্ষিপ্ত রুপ। এখন থেকে মাঝে মাঝেই পেতে পারেন মাসের মোবাইল দুনিয়ার খবর টেকটিউনস এ।
তাই আসুন জেনে নিন কি কি ঘটলো এই মাসে।
# উইন্ডোজ ফোন নির্ভর স্যামসাং এর নতুন স্মার্টফোন Samsung Huron এর ছবি প্রকাশ।
# চায়নাতে নকিয়া এক্স ১ লক্ষ প্রি-অর্ডার হয়েছে বলে যে সংবাদ বের হয়েছিল তা মিথ্যে বলে প্রমাণিত।
# স্যামসাং গ্যালাক্সি এস ৩ এর স্লিম ভার্সন বাজারে আসলো।
# LG G Pro 2 এর লাল রঙ এর ভার্সন বের হচ্ছে।
# LG G3 এর স্ক্রীনশট লিক। এতে থাকবে QHD স্ক্রীন।
# মিড-রেঞ্জের স্যামসাং Galaxy Beam এর কাজ চলছে।
# নতুন কোম্পানি One Plus এর প্রথম সেট “ওয়ান” এ থাকবে য়্যালুমিনিয়ামের বডি।
# স্যামসাং গ্যালাক্সি ৫ প্রথম বের হবে মালয়েশিয়ায় এ মাসের ২৭ তারিখে।
# iOS 8 এর এপ্লিকেশন ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে।
# ৫০০ পাউন্ড মূল্যে যুক্তরাজ্যে বের হয়েছে গ্যালাক্সি এস ৪ এর ব্ল্যাক এডিশন।
# কিছুদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হুয়াওয়ে আনবে ডুয়াল-ওএস সাপোর্টেড স্মার্টফোন।
# ভারতীয় মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাভা ও কার্বনের জন্য মাইক্রোসফট তাদের উইন্ডোজ ফোনের লাইসেন্স ফি মওকুফ করে দিয়েছে।
# যুক্তরাষ্ট্রে আনলক HTC One এর মূল্য ১০০ ডলার কমে এখন ৪৯৯ ডলার।
# এবার ৪জি রোমিং পাওয়া যাবে। প্রথমে এ সেবা দিবে যুক্তরাজ্যের মোবাইল অপারেটর EE ফ্রান্স ও স্পেনে।
# স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ২ মুক্তি পেয়েছে।
# গ্যালাক্সি এস ৫ যুক্তরাজ্যে প্রি-অর্ডার নেয়া শুরু হবে ২৮ মার্চ থেকে।
আজ এ পর্যন্তই। আশা করি আগামী সপ্তাহে আবার আসতে পারবো মোবাইল দুনিয়ার খবরাখবর নিয়ে। তবে যাবার আগে একটা খবর জানিয়ে যাই। গুগল তাদের গবেষণায় বের করেছে এন্ড্রয়েড Wear. আর এন্ড্রয়েড ওয়্যার পাওয়ারড প্রথম এন্ড্রয়েড স্মার্টওয়াচ আনবে মটোরোলা।
এর নাম দেয়া হয়েছে মটোরোলা ৩৬০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।