আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৬

১৭ ডিসেম্বর, ২০১২: # ১। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটা ফোন নাম্বার (গ্রামীনফোন, টেলিটক, রবি) থাকার পরেও উনাকে কোনোদিন ফোন করিনি। তবে আগামীকাল করবো। করে জিজ্ঞাসা করবো, উনি যাদের জন্য মাঠে এসে জয়োল্লাস করে যান, পতাকা উড়িয়ে যান উনি তাদেরকে মৃত্যুকূপ পাকিস্তানে পাঠানোতে কেন হস্তক্ষেপ করছেন না? কেন? ২। শুনতেছি, কিছু পরিত্যাক্ত ক্রিকেটার আব্দুল রাজ্জাক-রানা নাভেদ-মোহাম্মদ সামিরা না আসলে নাকি বিপিএল রং হারাবে? কেন গতবার যে রঞ্জি চলায় ভারত, বিগ ব্যাশ চলায় অস্ট্রেলিয়া, ঘরোয়া লীগ চলায় দক্ষিণ আফ্রিকা আসেনি, তাতে বিপিএল কি থেমে ছিলো? পাকিস্তান সফরে না গেলে পিসিবি বিপিএলে খেলোয়াড় পাথাবে না? কী দরকার? একজনও বিদেশি খেলোয়াড় না হলেও তো চলে।

বাংলাদেশে কি তারকা খেলোয়াড়ের অভাব? ৩। 'বাংলাদেশ দলের পাকিস্তান সফর কেন অবৈধ না?' বলে যিনি গতবার পাকিস্তান সফরের আগে হাইকোর্টে রিট জারি করেছিলেন, উনি এবার কোথায়? আর কোনো আইনজীবী কি নেই যে পুন:রায় একটা রিট জারি করে সফরটা স্থগিত করে দেবে? সত্যি অপেক্ষায় আছি। # আমার খুব পছন্দের একটা পেজ @[264282527019011: Voice of 71]। পেজটাতে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন ফেসবুকারের স্ট্যাটাসগুলো নিয়মিত প্রকাশিত হয়। অবসর পেলে আমি এখানে সময় কাটাতে যাই।

এই দারুণ পেজের সদস্য সংখ্যা ৮০০ মত। সেখানে 'পুদিনা পাতা ১৮+' টাইপ জঘন্য পেজে ৯৫০০০ এরও বেশি সদস্য। এটাই প্রকাশ করে বেশিরভাগ মানুষের মন মানসিকতা। মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটা প্রিয় পেজ @[129242633823895: মুক্তিযুদ্ধের গল্প শোন] মুক্তিযুদ্ধের গল্প শোন। অনেক অজানা তথ্য জেনেছি এই পেজটা থেকে।

কখনো কোনো পেজ খোলার প্রয়োজন বোধ করিনি। প্রচারণাও করিনি। পাবলিসিটির জন্যও পেজ দুটি নিয়ে স্ট্যাটাস দিলাম না। শুধুই ভালো লাগা থেকে। কারণ, ভালো জিনিস কেউ খারাপ বললেও ভালো, ভালো বললেও ভালো।

১৮ ডিসেম্বর, ২০১২: # আমি রণি, আজকে বাম দলগুলোর ডাকা হরতালে নৈতিক সমর্থন দিলাম। সাথে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর বন্ধে পরবর্তী হরতাল আশা করছি এবং সেখানেও আমার নৈতিক সমর্থন থাকবে। # : তুই ভগবানে বিশ্বাস করিস নে? : আগে করতাম। এখন আর করিনা। : করবি।

ভগবানে বিশ্বাস করার কতগুলো সুবিধে আছে, বুঝলি? : কী সুবিধে? : আরে, সমস্ত দায় ভগবানের উপর চাপিয়ে দেয়া যায়। ভগবানে যারা বিশ্বাস করে তারা জানে পৃথিবীতে যা হয় তা ভগবানই করায়। আমি যা করছি তা ব্যাসিকালি ভগবানই করাচ্ছে। তাহলে আমার তো কোনো দায় নেই। (সুব্রত সেনের 'কয়েকটি মেয়ের গল্প' এর ভালো লাগা কয়েকটা ডায়ালগ।

যদিও সিনেমাটা ভাল্লাগেনি। ) # 'জান, চার ঘন্টা পরে তোমার সময় হলো ফোন দেয়ার?' এরকম আরও কিছু কথা মোবাইলের অপর পাশ থেকে ভেসে এসে কান পর্যন্ত পৌছে গেলো। রাত-বিরাতে রুমের মধ্যে আজকাল সানি লিওন, অ্যালেক্সিস টেক্সাস দের ঘুরে বেড়ানোর শব্দ কানে চলে আসে কারো হেডফোনের পর্দা ভেদ করে। শীতকাল বড়ই রহস্যময় সময়। 'পিন ড্রপ সাইলেন্স' রাতগুলো কত তথ্য যে সকলের অজান্তে বের করে আনে! শুধু চুপচাপ বিছানায় মরার মত পড়ে থাকি।

শীতকাল বড়ই রহস্যময়! ১৯ ডিসেম্বর, ২০১২: # না, না, রবীন্দ্র সঙ্গীত না, লালনগীতি-লোকগীতি-নজরুলগীতিও না; আমার মতে বাংলায় গাওয়া সেরা গান দেশাত্মবোধক গানগুলো। এত আবেগ নিয়ে আর কোনো গান বাংলা ভাষায় গাওয়া হয়নি সম্ভবত:। ১১ ডিসেম্বর, ২০১২: # সাকিব আল হাসানের হবু বউ শিশিরের ২০/২৫ টা ছবি ফেসবুকে বিভিন্ন পেজে ঘুরে বেড়াচ্ছে। সবারই চোখে পড়ার কথা। যাদের এখনও পড়েনি তাদের জন্য বলি, ছবি গুলো পার্টি পিকচার।

ইংল্যান্ডের কোনো বন্ধুর পার্টিতে ক্যাজুয়াল জিন্স-টি শার্ট পরে তোলা। 'যদ্দ্যিস দেশে যদাচার' আর কী। সাথে আরও কিছু অর্ডিনারি ছবি। সম্ভবত: মেয়েটার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করা হয়েছে। ছবি গুলোর কোনোটাতেই ওড়না নেই।

আর হ্যা, সেই ওড়না ইস্যু নিয়েই ফেসবুকের ছাগুমনা এবং ওড়না পেজ গুলো সাকিব শিশিরকে বিয়ে করলে যে তার আগামীর ভবিষ্যত 'অন্ধকার', তা পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে! সাকিবের এই বিয়ে কতদিন টিকবে, তাও। 'মা' আদ্যক্ষর সহযোগে একটা গালিও ছবিগুলোতে বেশ ব্যবহার হয়েছে। লাইক ব্যাবসাও শুরু করে দিয়েছে এভাবে, 'এই আধুনিকা মেয়েকে সাকিবের বউ হিসেবে দেখতে চান? চাইলে কমেন্ট করুন, না চাইলে লাইক দিন। ' এই লাইক/ কমেন্টের ফলাফলের উপর সাকিবের বিয়ে নির্ভর করছে বোধ করি! এসব দেখে মনে হলো, সাকিবের বউ বোরকার মধ্যে না লুকানোর আগে পর্যন্ত এসব কুরুচিপূর্ণ পেজ থেকে রক্ষা নেই। নষ্টালজিক হয়ে যাই।

আরেফিন রুমির কথা মনে পড়ে যায়! সামনে বড় একটা ইস্যু আসছে, নিশ্চিত থাকেন। আরও অবাক হলাম, একটা ছবির ক্যাপশনে দেখলাম শিশিরকে সাবেক ভারতীয় প্লেয়ার আজাহার উদ্দিনের বউ সঙ্গীতা বিজলানির সাথে তুলনা দিয়ে বলা হচ্ছে সে যেমন করে আজাহারের ক্যারিয়ার শেষ করে দিয়েছে, এই মেয়েও তাই করবে! এদের ক্রিকেট জ্ঞান খারাপ না! বড়ই আজব একটা দেশে বাস করি। এখানে দেশের সবচেয়ে বড় সুপারস্টারেরও শান্তিতে জীবন কাটানোর ব্যবস্থা নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.