ক্যান্টনমেন্ট থানার ওসি মো. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মেজর আয়নাল কাদেরের বাসায় লাশটি পাওয়া যায়।
নিহত সুফিয়া আক্তার (১৩) লালমনিরহাটের হাতিভাঙ্গা থানার সাফতাপাড়া গ্রামের প্রয়াত মো. হাবিবুর রহমানের মেয়ে।
ওসি আতিকুর বলেন, সিএমএইচ এর উল্টো দিকে একটি চারতলা আর্মি স্টাফ কোয়ার্টারের নিচতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
গৃহকর্তা আয়নাল ও তার চিকিৎসক স্ত্রীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, “তারা বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে শিশুটিকে ঝুলতে দেখে। শিশুটি বেঁচে থাকতে পারে মনে করে তাকে মাটিতে নামানোর পর দেখে সে আর বেঁচে নেই।
”
এই বিষয়ে জানতে চাইলে মেজর আয়নাল কাদের কিছু বলতে রাজি হননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ঊর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জানে। আমি এ ব্যাপারে অফিসিয়ালি কিছু বলতে পারব না। ”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে আমরা এখনো কিছু জানি না। তাই কোনো মন্তব্য করা যাচ্ছে না।
”
ময়নাতদন্তের জন্য সুফিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।