লম্বা মানুষের ডিএনএ ও বুদ্ধিমত্তার ভেতর একটি সম্পর্ক রয়েছে। তাই লম্বা মানুষ খাটোদের তুলনায় অধিক স্মার্ট হয়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গবেষণাপত্রটির লেখক রিকার্ডো ম্যারিওনি বলেন, আমরা গবেষণা করছিলাম ডিএনএ-ভিত্তিক জেনেটিক মিলের সঙ্গে উচ্চতা ও বুদ্ধিমত্তার কোনও মিল আছে কি না।
এতে দেখা যায়, উচ্চতা ও বুদ্ধিমত্তার মধ্যে সামান্য কিছু মিল রয়েছে। যার অর্থ দাঁড়ায়, যারা লম্বা তারা কিছুটা স্মার্টও বটে।
এ গবেষণাটি ডিএনএ-ভিত্তিক এ ধরনের প্রথম গবেষণা, যেখানে ডিএনএ বিশ্লেষণ করে মানুষের উচ্চতা বিবেচনা করা হয়। এ গবেষণায় ৬ হাজার ৮০০ মানুষের তথ্য সংগ্রহ করা হয়।
বিজ্ঞানীরা জানান, গবেষণায় আরও দেখা গেছে, উচ্চতা ও আইকিউ পরস্পর ভালো স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।
বিহ্যাভিয়ার জেনেটিক্স জার্নালে এ গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে।
এ গবেষণার তথ্য অন্য আরও স্বাস্থ্যগত তথ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে সূত্র আরও জানিয়েছে, আপনি যদি লম্বা না হন, তাহলেও চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ এ তথ্য অতি সামান্যই প্রভাবিত করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।