মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসন বলেন, “দুই ম্যাচেই হেরে যাওয়া খুব হতাশাজনক। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে আমাদের শেষ ম্যাচ। ‘সুপার টেন’ নিশ্চিত করতে বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। ”
“এটা আমাদের জন্য টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখার শেষ সুযোগ। জিততে পারলে তা হবে হংকংয়ের ক্রিকেট-ইতিহাসের সবচেয়ে বড় বিজয় এবং বিশ্বকাপের অন্যতম অঘটন।
বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্নই আমাদের অনুপ্রাণিত করছে। ”
এর আগে চারবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার সুযোগ পেলেও কিছুই করতে পারেনি হংকং।
দলের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে অ্যাটকিনসন বলেন, “শুরুতে দুই উইকেট হারানোয় আমাদের মিডল অর্ডারের ওপরে চাপ পড়ে যাচ্ছে। শুরুতে উইকেট হারালে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। এটা আমাদের জন্য বড় এক দুর্ভাবনা।
পারফরম্যান্স ভালো না হওয়ায় সব কিছু নতুন করে শুরু করতে হবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।