আমাদের কথা খুঁজে নিন

   

এতোদিন কিছু বলিনি মুখ বুজে সয়েছি - আর কত?

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

নেও মাহামুদুল্লাহকে নেও জিয়াউরকে বাদ দিয়ে, বেশি বেশি চান্স দাও ভায়রাকে আর শিশিরের মাঝে ফাস্ট বল করাও স্পিনার নাসিরকে দিয়ে। নাসিরকে নেও রিয়েল ফর্মে থাকা মমিনুল কে বসিয়ে রেখে। রাজ্জাককে নেও যে কোনদিন একটু ব্যাট করে দলকে কিছু দিতে পারলো না সানীকে বাদ দিয়ে।

এই ৩ জন যারা ব্যাটিং এর ব্যা ও জানে না। অন্য টিমের এই পজিশনের ব্যাটসম্যানরা বেশ প্রমজিং, আর আমাদের? বলতে বলতে হতাস হয়ে গেছি। মুশফিক আউট হলেই বাংলাদেশের ব্যাটিং লাইন শেষ, চিন্তা করা যায় এই টিম নিয়ে সুপার টেনের টিমকে হারাতে চায়। লজ্জা হওয়া উচিত।
আর ফরহাদ রেজা নামের এক অলরাউন্ডারের কি সে পারফর্মেন্স।

দেখলে প্রানটা জুড়িয়ে যায়। এতোদিন কিছু বলিনি মুখ বুজে সয়েছি - আর কত টানাটানি করবে অফ-ফর্মের নাসির আর মাহামুদুল্লাহকে নিয়ে? এমনভাবে খেলে যেন ব্যাটই ধরেনি কোনদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।