আমাদের কথা খুঁজে নিন

   

আসল লড়াই শুরু আজ

'চার ছক্কা হই হই, বল গড়িয়ে গেল কই' -এবারের টি-২০ বিশ্বকাপের থিম সঙ ঝড় তুলেছে পুরো ক্রিকেট বিশ্বেই। সবার মুখে মুখে এখন 'তিন ঘণ্টার অ্যাকশন সিক্সটিন সিক্সটিন, ক্রিকেট ক্রেজী নেশন হাউ অ্যাক্সসাইটিং। ' বিশ্বকাপের আমেজে রাজধানী ঢাকাতে সাজ সাজ রব। বর্ণিল আলোয় রাতের ঢাকাকে মনে হয় যেন স্বপ্নপুরী। কিন্তু এসবই তো মাঠের বাইরের খবর! মাঠের খেলা তো তেমন জমে উঠছে না।

আর কিভাবেই বা জমে উঠবে? বিশ্বকাপ তো শুরুই হচ্ছে আজ থেকে! এই কয়েকদিন তো হয়েছে গ্রুপ পর্বের মোড়কে ঢাকা বিশ্বকাপ বাছাই পর্ব। আজ সুপার-টেন এর প্রথম দিনই 'হাইভোল্টেজ' ম্যাচ। সম্মুখ সমরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ থেকে।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা।

উত্তেজনায় ভরপুর। দুই দেশের লড়াই হয় মূলত ভারতের ব্যাটসম্যানদের সঙ্গে পাকিস্তানি বোলারদের। কিন্তু টি-২০ ক্রিকেট মানেই তো ব্যাটসম্যানদের জয়জয়কার, যেন বলির পাঁঠা বোলাররা। তাই আজ আসল লড়াইটা হবে দুই দেশের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও শহীদ আফ্রিদির মধ্যে।

সাম্প্রতিক ভারত অফ ফর্মে থাকলেও কোহলি রয়েছেন সেরা ফর্মে।

ইংল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও ভারতীয়রা জয় পেয়েছে কোহলির দুর্দান্ত ব্যাটিংয়েই। তাছাড়া সুরেশ রায়না, রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের মতো তারকা ব্যাটসম্যানরা তো রয়েছেনই। তাই পাকিস্তানি বোলারদের পরীক্ষার মুখেই পড়তে হবে। পাক তারকা বুম বুম আফ্রিদি একাই দুই ক্রিকেটারের ভূমিকা পালন করেন। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও দুর্দান্ত তিনি।

এশিয়া কাপেও এই ভারতের বিরুদ্ধে দারুন এক জয় এনে দিয়েছেন আফ্রিদি। তাই বুম বুম আজ জ্বলে উঠলে ভারতকে হারাতে খুব একটা বেগ পেতে হবে না পাকিস্তানের।

তবে আসরটা বিশ্বকাপ বলেই আজকের ম্যাচে পাকিস্তানের চেয়ে খানিকটা এগিয়ে ভারত। কারণ এখন পর্যন্ত সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ক্রিকেটের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারেনি ধোনির দল। কিন্তু তাতে কি?

সাম্প্রতিক পরিসংখ্যান তো পাকিস্তানের পক্ষেই।

কয়েক দিন আগেই তো এশিয়া কাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। যা পাক অধিনায়ক মোহাম্মদ হাফিজের জন্য 'টনিক' হিসেবে কাজ করতে পারে। সব কিছুর পরও পাক-ভারত ম্যাচ অনেক বেশি 'মাইন্ড গেম'। মানসিকভাবে যারা এগিয়ে থাকবে জয় তাদেরই হবে। তাই দুই দলের অধিনায়কই কথার লড়াইয়ে কাল সংবাদ সম্মেলনে একে অপরকে পরাজিত করার চেষ্টা করেন।

মহেন্দ্র সিং ধোনি, 'টি-২০ ক্রিকেটে কাউকে নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন নেই। সব দলই শক্তিশালী। কিন্তু আমরা জয় ছাড়া আর কিছু ভাবছি না। 'মোহাম্মদ হাফিজ, 'ইতিহাস ঘেঁটে লাভ নেই। এটা টি-২০ ক্রিকেট।

নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয় তাদেরই হবে। জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। '

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।