আমারা অনেকেই samsung এর সেট গুলোতে মাল্টি উইন্ডো ফিচার টি দেখেছি। কিন্তু ইউজ করার সৌভাগ্য এখনো অনেকের হয় নাই। তাই আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার android সেটএ মাল্টি উইন্ডো ব্যাবহার করবেন।
আপনার ফোন এর কোন প্রকার ক্ষতির জন্য আমি দায়ী থাকব না
চলুন এইবার শুরু করা যাক।
এ বার modules এ ঢুকে XhaloFloating Window তে টিক দিন।
তারপর রিবুট করুন
=> এ বার অ্যাপ ড্রয়ার থেকে XHalofloatingWindow অ্যাপ টি ওপেন করুন। তারপর movable & Resizable অপশন এ ক্লিক করুন
তারপর স্ক্রীনশট এর মত স্লাইডার টি অন করুন
এ বার Resizing settings এ গিয়ে "Live resize updating" এ টিক দিন।
এবার ব্যাক করে মেইন মেনু থেকে SystemUI Mods এ ক্লিক করে নিচের স্কীনশট এর অপশন গুলোতে টিক দিন
এবার Restart SystemUI এ ক্লিক করুন।
কাজ শেষ এবার রিসেন্ট প্যানেল ওপেন করে যে কোন অ্যাপ এ লং প্রেস করেন, দেখবেন অপশন আসছে "open In halo" । এইটা ক্লিক করলেই আপনার অ্যাপটি ওপেন হবে।
এ ভাবে আপনি ইচ্ছে মত অ্যাাপ ওপেন করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।