আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েডে ‘অ্যাডোবি রেভেল’ অ্যাপ

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাডোবি ‘রেভেল’ অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ বাজারে ছেড়েছে মঙ্গলবার। ফটো এডিট করা ছাড়াও মোবাইল ডিভাইস এবং পিসির সঙ্গে ফটো এবং ভিডিও সিঙ্ক করা যাবে অ্যাপটি দিয়ে, শেয়ার করা যাবে কনটাক্ট লিস্টের বন্ধুদের সঙ্গেও।
অ্যাপটি ব্যবহার করে অনলাইনে ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। আছে ফটো অ্যালবামে সাজিয়ে গ্যালারি বা সোশাল মিডিয়ায় শেয়ার করার সুযোগও।
অ্যাডোবি আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপটি বাজারে ছেড়েছিল ২০১১ সালে।

প্রথম অবস্থায় অ্যাপটির নাম ‘ক্যারোসেল’ থাকলেও পরে তা পাল্টে ‘রেভেল’ করে অ্যাডোবি। এর মধ্যে পরিবর্তন এসেছে অ্যাডোবির বিজনেস মডেলেও।
সফটওয়্যার নির্মাণের পাশাপাশি ক্রমশ অনলাইন সেবার দিকে ঝুঁকেছে অ্যাডোবি, চালু করেছে ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন প্রোগ্রাম। অ্যাডোবির আইডি দিয়ে ওই ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন প্রোগ্রামে ঢুকতে পারবেন রেভেলের ব্যবহারকারীরা। গুগল প্লাস আর ফেইসবুকে লগিনের সুযোগও আছে অ্যাপটিতে।


ফটোশপ এলিমেন্ট, প্রিমিয়ার এলিমেন্ট এবং লাইটরুমের মতো বহুল ব্যবহৃত সফটওয়্যারের সঙ্গে ব্যবহারের সুযোগ থাকলেও অ্যান্ড্রয়েড দুনিয়ায় সহজ হবে রেভেলের যাত্রা। প্রতিযোগিতামূলক প্রযুক্তিসেবাকেন্দ্রিক বাজারে রেভেল অ্যাপটিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ফ্লিকারের মতো একাধিক প্রতিষ্ঠিত ফটো শেয়ারিং অ্যাপের সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.