আমাদের কথা খুঁজে নিন

   

এবার অ্যান্ড্রয়েডে বাংলা লিখুন বিজয়ে

কেমন আছেন সবাই? ইন্টারনেটের ভার্চুয়াল জগতে এসে কেউ ভাল থাকেনা- তা মানতে একটু কষ্ট হয় আমার। আশা করি সবাই ভাল আছেন ঠিক আমারই মত। তো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে মূল প্রসঙ্গে আসি।
তথ্য প্রযুক্তির এ যুগে কেউ যদি আপনাকে বলে, অ্যান্ড্রয়েডে বাংলা লিখতে পারিনা, হয়তো খুব অবাক হতে পারেন আপনি। থ্রিজির এ যুগে সার্চ জায়ান্ট গুগলের সাহায্য নিয়েও বাংলা লেখার ব্যর্থতায় অবাক হওয়ার মত কিছু খুঁজে পেতেই পারেন আপনি।

প্লে স্টোরে সার্চ দিলেও অনেক বাংলা কিবোর্ড পাওয়া যায়। অনেকে আবার অভ্র স্টাইলে লেখেন বাংলা। টেকটিউনসেও অনেক টিউন হয়েছে বাংলা লেখা নিয়ে।
কিন্তু যে সহজ পদ্ধতিতে আপনি কম্পিউটারে বাংলা লেখেন সেভাবে লিখতে পারছেন না অ্যান্ড্রয়েডে। সহজে যেভাবে কম্পিউটারে আপনি বাংলা লিখে অভ্যস্ত, অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে হচ্ছে ভিন্ন কিবোর্ড, আর বর্ণগুলো খুঁজে পেতেই সময় শেষ! মূলত আপনাদের জন্যই বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড।

যা আপনাকে বাংলা লিখতে সাহায্য করবে চিরচেনা স্টাইলে। এটি অ্যান্ড্রয়েডে আপনার বাংলা লেখার অভিজ্ঞতাকে করবে আরো সমৃদ্ধ।
ডাউনলোড করুন:
http://bijoyekushe.net/html/soft/BijoyAndroid.zip
***যারা বিজয় কিবোর্ডে পারদর্শী নন, তাদেরকে এই ছোট ভাইয়ের পরামর্শ- আগে কম্পিউটারে বিজয় কিবোর্ড শিখুন, কারণ এটা শুধু অ্যান্ড্রয়েডেই নয়, আপনার দাপ্তরিক ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। এখন বিজয় ডাউনলোডের চেয়ে অভ্র স্টাইলে লেখাই উত্তম।
***সবিনীত সনির্বন্ধ: প্রযুক্তির সহজলভ্যতা ও কাজের একাগ্রতায় এসব ক্ষেত্রে যারা অনেক বেশী দক্ষ, এ টিউন তাদের জন্য নয়- অনুগ্রহ করে নিরুৎসাহিত করবেন না।

এমনও হতে পারে আপনার বন্ধু অ্যান্ড্রয়েড কিনেছেন গতকাল, টেকটিউনসে হয়তো আজই প্রথম। অ্যান্ড্রয়েড সম্পর্কে তিনি হয়তো যথেষ্টই অজ্ঞ!
http://www.shortcutsudipta.biz.ly

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.