প্রতিরাতে নিয়ম করে ডায়েরি লেখেন শারলিন চোপড়া। মনযোগ দিয়ে লিখে ফেলেন প্রতিটি দিনের কড়চা। কে ঘরে এলো, কে গেলো ঘর ছেড়ে, কে এসে মাথায় হাত বুলিয়ে দিলো, কেউ শুধু দুষ্টুমি করেই চম্পট! কিন্তু যতদিন যাচ্ছে শারলিন নাকি অনুভব করছেন তার ডায়েরির পাতায় শুধু জীবন-যৌবন কাহিনী। আসল শারলিন নাকি হারিয়েই গিয়েছে। তাই তিনি ডায়রির পাতায় লিখেছেন, 'দূর ভাল লাগছে না! অনেক হলো, আর নয়।
এবার আমি ভালো হতে চাই'।
সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শেরলিন মন খুলে বলেছেন এই সব কথা। তিনি জানিয়েছেন, আমার কাজকর্ম নিয়ে বাড়ির লোকের কাছে খুব কথা শুনতে হয়। কেউ-ই আমার সঙ্গে সুসর্ম্পক রাখেনি। কিন্তু তাদের বুঝিয়ে উঠতে পারি না যে, শো বিজনেসে টিকে থাকতে হলে এইসব করতেই হয়।
কথায় কথায়, শারলিন জানিয়েছেন, মাঝে মাঝে বড় একা লাগে আমার। ভালো লাগে না কিছু। তখনই মাথা চাড়া দিয়ে ওঠে যৌনতা। তারপরই নষ্ট হয়ে যাই।
শারলিনের কথায় বাস্তবে তিনি খুব নরম মনের মানুষ।
যে আসল ভালবাসা খুঁজে চলেছে। চার বছর ধরে মা, বাবা, ভাই, বোনের থেকে দূরে থেকে তিনি এখন তাদের মিস করেন। শেরলিনের দুঃখ, তার অভিভাবকরাও তাকে ভুল বোঝেন।
তবে এতেও দমে যাননি শারলিন। নিজেকে সামলে নিয়ে ঠিক করেছেন, আর নোংরামো নয়।
'কামসূত্র'র মতো ছবিতে অভিনয়ও নয়। এবার ভালো মেয়ে হয়ে উঠতে চান তিনি। ফিরে পেতে চান সবার ভালবাসা ও আদর। ডায়েরির পাতায় লিখতে চান নতুন শারলিনের নতুন কাব্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।