আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে বোমাবাজি-সংঘর্ষে আহত ২, ভোটগ্রহণ স্থগিত

যশোর সদর উপজেলায় ভোটগ্রহণকালে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বোমার স্প্লিন্টারে ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন: খোলাডাঙ্গা এলাকার শিরিনা আক্তার ও আনোয়ার হোসেন বাবু, রামনগর এলাকার জাহিদ, চুড়ামনকাটি আমবটতলা এলাকার সাহাদত ও রহিম মল্লিক, পুরাতন কসবা এলাকার ইসমাইল হোসেন ও গফুর খাঁ। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত আনোয়ারের অবস্থা গুরুতর।

তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এদিকে, যশোর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যশোরের অন্তত ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন বোমা ফাটিয়ে বেশিরভাগ কেন্দ্র দখল করে একচেটিয়া জাল ভোট দিচ্ছে।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম রেজা দুলু বলেন, অন্তত ৩০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগের লোকেরা। তিনি বলেন, বেশিরভাগ কেন্দ্রই দখলের প্রচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা।

অন্যদিকে, আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার বলেছেন, বেশিরভাগ কেন্দ্রেই সুষ্ঠু ভোট হচ্ছে।

১০-১২টি কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর লোকজন জালভোট দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।