আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াশে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে মাদারীপুরে উদ্ধার করা হয়েছে আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ।

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ সাথী খাতুনকে (২৫) শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সাথী উপজেলার কালিদাসনীলি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে শ্বশুরবাড়ির লোকজন সাথীকে মারপিট করে। সকালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

মাদারীপুরের ঝুলন্ত লাশ উদ্ধার : মাদারীপুর প্রতিনিধি জানান, রাজৈর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে গৃহবধূ তন্বী বালার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, দক্ষিণপাড়া গ্রামের আশিষ বালার স্ত্রী তন্বী বালাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। রাজৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠায়। পুলিশ জানায় এটি হত্যা না আত্দহত্যা খতিয়ে দেখা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.