বুধবার দিবাগত রাতে ও গতকাল সকালে গাজীপুর, কুষ্টিয়া ও যশোরে দুর্বৃত্তরা চারজনকে খুন করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর : গাজীপুরে গজারি বনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সেলিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ নিহত ও তার স্বামী মো. ফরহাদ মোল্লা (৩৫) আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, বুধবার রাতে ফরহাদ-সেলিনা দম্পতি তাদের একমাত্র সন্তান সিফাতকে (৭) সঙ্গে নিয়ে ব্যবস্থাপত্রের জন্য গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার মেডিপ্যাথ ক্লিনিক থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বৈরাগভিটা গজারি বনে ৭-৮ জন মুখোশধারী তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা ফরহাদ মোল্লার হাত-পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে সেলিনা আক্তারকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তাদের সন্তান সিফাত পালিয়ে গিয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেয়। এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নুরুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণ বাজার সংলগ্ন কালী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া জেলার দৌলতপুর উপজেলার শেরপুর এলাকায় আজিরুদ্দিন (৭৫) নামে এক কৃষককে নিজ বাড়িতে জবাই করেছে সন্ত্রাসীরা। পুলিশ গতকাল সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, হরিনারায়ণপুর বাজারের সিলভারের হাঁড়ি-পাতিল ব্যবসায়ী নুরুল ইসলামকে রবিবার রাতে নিজ দোকান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণও দাবি করে তারা। তবে পরে ওই ফোন নম্বর বন্ধ থাকায় অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। পরে গতকাল হরিনারায়ণপুর বাজার সংলগ্ন কালী নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। নিহত নুরুল কাঞ্চনপুর গ্রামের মৃত মতিয়ার শাহের ছেলে। নুরুল হত্যার প্রতিবাদে গতকাল দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হরিনারায়ণ বাজারের ব্যবসায়ীরা।
নিজস্ব প্রতিবেদক, যশোর : বুধবার গভীর রাতে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় আনোয়ারা খাতুন (৫০) নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারা খোলাডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আনোয়ারাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। আনোয়ারারার স্বামীকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে হত্যা রহস্য উদঘাটন হতে পারে বলে ওসি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।