আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক নীতিমালা

প্রথমভাগ

বন্ধু তালিকার সীমানা-

১। অপরিচিত যে কেউ বন্ধু তালিকায় থাকার অযোগ্য বলিয়া বিবেচিত হইবে।

ক) ২০১০ সাল হইতে ইতোমধ্যে যাহারা যুক্ত হইয়াছেন (বিশতম সংশোধনী) তাহারা পরিচিত বলিয়া গণ্য হইবেন। (২০১৩তে অন্তর্ভুক্ত) বন্ধু ও অথবা বান্ধবী

ব্যতীত যাহাদের সহিত যোগাযোগ নাই অর্থাৎ এই দীর্ঘ সময় অথবা তৎ-বহির্ভূত সময়ে যোগ করা বন্ধু অথবা বান্ধবীদের ক্রমান্বয়ে বন্ধুত্বের অযোগ্য বলিয়া বিবেচনা করা হইবে।

খ) পারিবারিক বন্ধনে আবদ্ধ বন্ধুদের ক্ষেত্রে নিয়ম শিথিলযোগ্য।

 

দ্বিতীয় ভাগ

২। বন্ধুত্বের অনুরোধ নিম্নোক্ত নিয়মানুসারে রাখা হইবে।

ক) কমপক্ষে ২০ জন পারস্পরিক বন্ধু না থাকিলে (একুশতম সংশোধনী) বন্ধুত্বের অনুরোধ পাঠানো যাইবে না। তবে ভালো করিয়া বার্তা পাঠাইলে বিবেচনা করা যাইতে পারে। এ ক্ষেত্রে নিচের নিয়ম অনুসরণ করা হইবে-

ক১- বাংলা ভাষা ব্যবহার করিবেন।

ক২- কর্মকাণ্ড অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে অগ্রাধিকার পাইবেন।

খ) ছদ্মনাম ব্যবহার করিলে অযোগ্য বিবেচিত হইবেন।

 

তৃতীয় ভাগ

৩। বন্ধুত্ব বাতিল ক্ষমতা

ক) প্রোফাইলের মালিক নোটিস ছাড়াই (চলি্লশতম সংশোধনী) বন্ধুত্ব বাতিলের ক্ষমতা রাখেন।

ক১- ২০১৪ প্রায় ফেসবুক সংশোধনী; প্রণীত বিশেষ কিছু নিয়মের ক্ষেত্রে শিথিলযোগ্য।

এ ক্ষেত্রে বন্ধু যথাবিহীন নির্দেশনাসহ যথাসময়ে বার্তা পাইবেন।

খ) কোনোরূপ উল্টাপাল্টা বরদাস্ত করা হইবে না। (২০১৪ প্রায় বিশেষ ফেসবুক অধ্যাদেশ টাইপ)

চতুর্থ ভাগ

যোগাযোগ বিষয়ক

ক) উপযুক্ত কারণ ব্যতীত ইনবক্সে যোগাযোগের চেষ্টা করিলে তাহা যথাযথ উপায়ে দমন করা হইবে।

খ) যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর চাইলে তাহা বন্ধু তালিকায় থাকার অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে।

গ) আমি সেলিব্রেটি হইয়া গেলে আমাকে তেল মারিয়া স্ট্যাটাস প্রদান করিলে সুনজরে দেখা হইবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.