আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের পেটালেন প্রধান শিক্ষিকা

ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে যেতে চাওয়ায় বেদম প্রহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের পিটিয়ে আহত করেছেন। এনিয়ে অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  

শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, হুয়াকুয়া গ্রামের আর্দশ কোচিং সেন্টারে ওই বিদ্যালয়ে শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে।

লেখাপড়ায় ছাত্র-ছাত্রীদের মনোযোগী করতে গত ২৩ মার্চ দিনাজপুর স্বপ্নপুরীতে আদর্শ কোচিং সেন্টার থেকে যাওয়ার জন্য তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা গত ২২ মার্চ ছুটির আবেদন করে। কিন্তু ছুটির আবেদন গ্রহণ করেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষিক উম্মে কুলসুম রিক্তা।

এ অবস্থায় ছাত্রছাত্রীরা স্বপ্নপুরীতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে প্রধান শিক্ষিকা। এরপর গত ২৩ মার্চ শিক্ষা সফর শেষে আজ ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে গেলে শিক্ষা সফরে যাওয়া ছাত্র-ছাত্রীদের একরুমে ডেকে নেন প্রধান শিক্ষিকা।

এ সময় বেত দিয়ে তাদের বেদম প্রহার করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়।

আহতরা হলো সোহান (১০), আল কাবুল (৯), পাভেল (১০), সাব্বির (৮), কুলসুম (৯), শাহনাজ (১০), রিয়াদ (৯), সৈকত (৯), হাসানুর (১০), শাফি (৯), কুসুম (৯), উপসা (১০) সহ অনেকে। বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে গেলে কৌশলে প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম রিক্তা ও তার স্বামী সহকারী শিক্ষক আশাদুল বারী বিদ্যালয় থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষিকা উম্মে কুলসুমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল ফোন কেটে দেন।

সোনাতলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবির জানান, তিনি মৌখিকভাবে বিষয়টি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.