আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের দৃপ্ত শপথে স্বাধীনতা দিবস উদযাপন

মুক্তিযুদ্ধের দৃপ্ত শপথে বীর শহীদদের স্মরণ করল জাতি। মহান স্বাধীনতার ৪৩তম দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে উচ্চকিত ছিল সর্বস্তরের মানুষ।

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পৃথক বাণী দেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলোয় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত এবং সরকারি ও বেসরকারি বেতার ও টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়। দেশব্যাপী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। পাবলিক বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

গতকাল প্রভাতের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তার সঙ্গে দলের শীর্ষ নেতারাও শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল ৭টা ৫০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক ও পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

গতকাল ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধের সামনে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে।

এর আগে ভোর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও উৎসুক জনতা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন। সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর, সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অঙ্গ ও সহযোগী দলের নেতারা উপস্থিত ছিলেন। ৯টা ২৩ মিনিটে খালেদা জিয়া স্মৃতিসৌধ ত্যাগ করেন।

নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। এর মধ্যে রয়েছে জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, জাতীয় পার্টি, যুবলীগ, যুবদল, যুব ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কৃষক লীগ, কৃষক দল, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, ঘাতক-দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু সংসদ, জাসাস, মহিলা পরিষদ, বাংলাদেশ জনসেবা পার্টি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরামসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন ছাড়াও ফুল দেয় আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস), বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাতীয় শ্রমিক লীগ, বিকল্পধারা বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত জনসাধারণের চলাচল সীমিত করে প্রশাসন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও স্বাধীনতা দিবসে বাংলাদেশ ডাক বিভাগের ইস্যু করা ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম গণভবনে অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.