আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ছাড়িয়ে যাবে পশ্চিমা বিশ্বকে

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা বাংলাদেশ ছাড়িয়ে যাবে পশ্চিমা বিশ্বকে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদরা। ১৮ ডিসেম্বর গার্ডিয়ানে প্রকাশ হওয়া 'নিউ ওয়েব ইকোনমিক্স গ্রোয়িং ফর গ্রোথ' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্বির হার টেকসই ও শক্তিশালী সরসরি সাহায্য করছে। বাংলাদেশের অর্থনীতি এমন হারে বাড়ছে যে তারা মন্দা ও খুড়িয়ে চলা পশ্চিমা দেশগুলোর হিংসায় পরিনত হয়েছে।

একটা সময় বৈশ্বিক অর্থনীতির ৮০ শতাংশ ছিল ইউরোপ, দক্ষিন আমেরিকা ও জাপানের দখলে। কিন্তু বিশ্ব অর্থনীতির চেহারা এখন বদলে যাচ্ছে। একসময় যে দেশগুলকে তলাবিহিন ঝুড়ি বলা হতো, তারাই এখন উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে আত্তপ্রকাশ করতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান, দক্ষিন কোরিয়া, দক্ষিন আফ্রিকা, নাইজেরিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকোর অর্থনৈতিক শক্তি হু হু করে বাড়ছে। তারা অবকাঠামো ও শিক্ষা খাতে ব্যয় করছে।

২০১৩ সালে প্রবৃদ্ধির হিসাবে এই দেশগুলোই শীর্ষ বিশের মধ্যে থাকবে। প্রাইস ওয়াটার হাউস কুপারসের (পি ডব্লিও সি) প্রধান অর্থনীতিবিদ জন হকসয়ারথ মনে করেন, এই দেশগুলোর শক্তিশালী ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্বি অর্জনের সম্ভাবনা রয়েছে। দেশগুলোর দ্রুত উন্নতির মূলে রয়েছে সামস্টিক অর্থনৈতিক নীতি, মুদ্রাস্ফিতি ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ, মানব মূলধন ও শিক্ষার মান উন্নয়নে বিনিয়োগ, পশ্চিমা প্রযুক্তি আমদানি ও উন্নয়নের সফল ব্যাবহার এবং নবীন ও ক্রমবর্ধমান জনসংখ্যা। ফরম টেকটিউন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.