আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় অবৈধ অবস্থান ঠেকাতে কড়াকড়ি

ইতোমধ্যে অবৈধভাবে আসা এক বাংলাদেশিকে আশ্রয় দেয়ায় একটি হোটেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা (দক্ষিণপশ্চিম) পুলিশের সহকারী কমিশনার সুব্রত মিত্র বলেন, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের কাছে ওই হোটেলে অভিযান চালিয়ে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।



“মুজিবুরের কাছে ভারতে ভ্রমণের কোনো বৈধ কাগজপত্র ছিল না। হাসপাতালেও চিকিৎসা নিতে যাওয়া কোনো রোগীর তথ্য তিনি দিতে পারেননি।


তাকে আশ্রয় দেয়ার অভিযোগে পদ্মা গেস্ট হাউজের মালিক বিনীত চন্দ্র হালদারকে গ্রেপ্তার করা হয়েছে।

সুব্রত মিত্র বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে সন্দেহজনক কাউকেই এখানে অবস্থান করতে দেয়া হবে না। এ কারণ আমরা আবাসিক হোটেল ও অতিথিশালাগুলোতে বিষয়টি অবহিত করেছি। তাদের বলা হয়েছে- বৈধ কাগজপত্র ছাড়া যেন কাউকে আশ্রয় না দেয়। ”
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে পালিয়ে অনেক অপরাধী কলকাতায় আশ্রয় নিচ্ছেন।


নির্বাচনের সময় এটি একটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করেন পুলিশ কর্মকর্তা সুব্রত মিত্র।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।