আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকেও সমীহ রোহিতের

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শুক্রবারের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

বৃহস্পতিবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা বলেন, “আমরা জানি বাংলদেশ নিজেদের মাটিতে বিপজ্জনক হতে পারে। এই কন্ডিশনে কি করতে হবে তারা সেটা জানে। ওদের হারাতে নিজেদের সেরাটাই দিতে হবে আমাদের। আমরা ওদের হালকা করে দেখতে পারি না।



টানা দুই ম্যাচ সহজে জিতলেও অতিআত্মবিশ্বাসী নয় ভারত। রোহিত জানান, ক্রিকেটে অতিআত্মবিশ্বাস থাকা ঠিক নয়। বাংলাদেশের বিপক্ষেও তাদের খেলার ধরন একই থাকবে।

“গ্যালারিতে ওদের অনেক সমর্থক থাকবে। আমাদের ‘অ্যাপ্রোচ’ গত দুই ম্যাচের মতো একই রকম থাকবে।

আমরা জানি, এই ম্যাচ জিততে আমাদের কি করতে হবে। আমি নিশ্চিত প্রত্যেকেই নিজের কাজটা করবে। এটাকে আরেকটি ম্যাচ হিসেবে দেখছি। ”

বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের প্রথম লক্ষ্য সেমি-ফাইনাল নিশ্চিত করা। তাই বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে।



“এটাই আমাদের সেরা সুযোগ। প্রথম লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। কালকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই। সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য এখনো অনেক পথ যেতে হবে।





ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে অনেকগুলো ক্যাচ ছেড়েছিলেন ভারতের ফিল্ডাররা। তাই এখানটায় উন্নতির লক্ষ্য শিরোপাপ্রত্যাশী দেশটির।

আইপিএল-এ ম্যাচ পাতানো কেলেঙ্কারি নিয়ে দেশে যা হচ্ছে তা নিয়ে ভারতের ক্রিকেটটারা ভাবছেন না জানিয়ে রোহিত বলেন, “আমাদের হাতে এখন অনেক বড় একটি কাজ রয়েছে। এখানে আমরা শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে এসেছি। দুই ম্যচের দুটোতেই জিতে আমরা সেই পথে আছি।

এই মুহূর্তে আমাদের পূর্ণ মনোযোগ কালকের ম্যাচের দিকে। ”

দিনের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হয় জানিয়ে রোহিত বলেন, “উইকেট আরো মন্থর হয় বলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হয়ে যায়। এ সময় বল আরো বেশি ঘুরে। ”

‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত এই গ্রুপে বাংলাদেশে বিপক্ষে রানরেট বাড়িয়ে নিতে চাইবে প্রতিপক্ষ সব দলই। তবে এ নিয়ে পরিকল্পনার কথা স্বীকার করলেন না রোহিত।



“লক্ষ্য তাড়া করার সময় আমরা রান রেট নিয়ে ভাবিনি। যদি রান রেট বাড়ানোর প্রয়োজন হয়, তখন আমরা সেই চেষ্টা করবো। তবে রান রেটের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে জয়। জিততে পারলে হয়তো আমরা নিরাপদ থাকবো। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।