আমাদের কথা খুঁজে নিন

   

গ্রুপ পর্বেই স্যামি-গেইলদের গ্যাংনাম

গ্যাংনাম নাচটাকে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় করে তুলেছিলেন গেইল এবং তার ওয়েস্ট ইন্ডিজ সতীর্থরা। ২০১২ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্যাংনাম নাচে শিরোপা জয় উদযাপন করেছিল তারা।
এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ পর্বেই গ্যাংনাম নেচেছে তারা। স্যামি, গেইল, ব্রাভোদের উৎসব দেখে মনে হয়েছে, যেন টুর্নামেন্টই জিতে ফেলেছেন তারা।
ম্যাচ শেষে এমন উদযাপনের ব্যাখ্যা দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি।

১৩ বলে ম্যাচ জেতানো ৩৪ রানের ইনিংস খেলা স্যামি বলেন, “এটা ঠিক যে, আমরা টুর্নামেন্ট জিতে যাইনি, তবে এই ম্যাচটিতে কিছু করে দেখানোর জন্য আমরা মুখিয়ে ছিলাম। ”
ওয়েস্ট ইন্ডিজের কিছু করার এই তাগিদ যে ম্যাচের আগে অস্ট্রেলিয় পেসার জেমস ফকনারের কিছু উস্কানিমূলক কথা, সেটা বোঝাই যায়। ফকনার ম্যাচের আগে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে তিনি পছন্দ করেন না।
ফকনার পছন্দ না করলেও ওয়েস্ট ইন্ডিজের মানুষ পছন্দ করে বলে এর জবাব আগেই দিয়েছেন স্যামি। তবে আসল জবাব যে মাঠেই দেবেন, ম্যাচের আগে সেটাও বলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।


শেষ ওভারে দরকার ১২ রান। ফকনারকে পর পর দুই বলে দুটি ছক্কা মেরে দলকে জিতিয়ে সত্যিকার অর্থেই মাঠে জবাব দিয়েছেন স্যামি। এরপর পুরো দল নিয়ে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মেতেছেন গ্যাংনাম নাচে।
স্যামির এই অধিনায়কোচিত ব্যাটিংকে কোন দৃষ্টিতে দেখেন অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি? ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তরে স্যামি এবং তার দলকে শুধু অভিনন্দনই জানিয়েছেন তিনি।
 


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.