আমাদের কথা খুঁজে নিন

   

আত্মঘাতী গোলে জিতল পিএসজি

শুক্রবার নিসের বিপক্ষে প্রথমার্ধটা গোলশূন্য কাটায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলে জয় পেয়েছে তারা। তবে সেই গোলটিও পিএসজির কেউ করেনি।
ম্যাচের ৫২ মিনিটে এডিনসন কাভানির শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান নিসের এক ডিফেন্ডার।
এই জয়ের পর মোনোকোর চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে ফরাসি লিগের শীর্ষে আছে পিএসজি। ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।
আপাতত অবশ্য লিগ নয়, চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই ভাবতে হচ্ছে পিএসজিকে। বুধবার নিজেদের মাঠে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে তারা।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।