পড়তে পারো এই ছড়াটা রাম দা টা কে নিয়ে
আমরা কজন যাচ্ছি খেতে নিলয় কাকুর বিয়ে
শফিক, রাম, সেতু, রবিন যাচ্ছি বহুদূর
ডেসটিনেশন খুব বেশি নয় ! সুদূর দিনাজপুর ।
একটা বাস রিজার্ভ তবুও বাকি অধিক জন
ঠিক তখনই নিলয় কাকা বললে, এদিক শোন
তোরা কজন যুবক আছিস বি আর টি সি তে আয়
আমরা তবে এখন যাচ্ছি থাকলো গুডবাই ।
কাকু গেলে আমরা কজন উঠি লাইনের বাসে
মোদের দেখে নেড়ি কুত্তা ও দাঁত খিচিয়ে হাসে ।
যাচ্ছিলাম বেশ ভালোই তবে রামের পেলো হিসু
দড়াম করে পায় পড়লো ,কর না একটা কিছু ।
ভাল্লাগে না এসব আর বললাম, এইতো নামো
নেমেই বলে , কি যে করি আছে পেটের ব্যামো
আগে ছিল শুধুই হিসু এখন বড় বাথরুম
মাঝরাতে তাই ওকে নিয়ে পড়লো চিন্তার ধুম ।
মাঝরাতেতে দাঁড় করিয়ে লাইনের সেই বাস
বললাম ওরে দ্রুত করে সেরে নে তোর কাজ
পাঁচটা মিনিট , দশটা মিনিট, পনের মিনিট গেলো
ড্রাইভার সাব চেঁচিয়ে বলে এবার কি ওর হোলো ।
রামদা কোথায় ?রামদা কোথায়? চেঁচিয়ে মোরা উঠি
তখনি দেখি যাত্রীসব করছে ছোটাছুটি ।
কেউ বা আবার পুলিশেতে করল তখন ফোন
মোদের ঘিরে পাহারাতে আরও কয়েকজন ।
পুলিশ এসে লাঠি দিয়ে মারলো মোদের বেশ
ঠিক তখনি রাম এসে বলল হাগা শেষ ।
বাঁকা চোখে চেয়ে পুলিশ বলল এডা কেডা?
কেঁদে কেঁদে বলি তখন এই টা রাম দা ।
লজ্জা পেয়ে সবাই যখন উঠলো আবার গাড়িতে
আমরা তখন ফিরছি কজন নিজের বাড়িতে
রাম দাদা কে রামদা ডাকায় যে হাল মোদের হোলো
এখন আমরা বেঁকেই হাঁটি ,নয়তো বয়স ষোল ।
(বি দ্র এই রকম একটা ছড়া আমি ২০০৩/০৪ সালে একটা ম্যাগাজিনে পড়েছিলাম । খুব ভালো । কিন্তু কিছুতেই লাইনগুলো মনে করতে পারছিলাম না । কিন্তু থিমটা ঠিক ই মনে ছিল ।
কি আর করার লিখেই ফেললাম । এই ছড়াটার প্রথম সৃষ্টিকর্তাকে জানাই সশ্রদ্ধ সালাম । )।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।