আমাদের কথা খুঁজে নিন

   

রামদা

পড়তে পারো এই ছড়াটা রাম দা টা কে নিয়ে
আমরা কজন যাচ্ছি খেতে নিলয় কাকুর বিয়ে
শফিক, রাম, সেতু, রবিন যাচ্ছি বহুদূর
ডেসটিনেশন খুব বেশি নয় ! সুদূর দিনাজপুর ।

একটা বাস রিজার্ভ তবুও বাকি অধিক জন
ঠিক তখনই নিলয় কাকা বললে, এদিক শোন
তোরা কজন যুবক আছিস বি আর টি সি তে আয়
আমরা তবে এখন যাচ্ছি থাকলো গুডবাই ।

কাকু গেলে আমরা কজন উঠি লাইনের বাসে
মোদের দেখে নেড়ি কুত্তা ও দাঁত খিচিয়ে হাসে ।
যাচ্ছিলাম বেশ ভালোই তবে রামের পেলো হিসু
দড়াম করে পায় পড়লো ,কর না একটা কিছু ।

ভাল্লাগে না এসব আর বললাম, এইতো নামো
নেমেই বলে , কি যে করি আছে পেটের ব্যামো
আগে ছিল শুধুই হিসু এখন বড় বাথরুম
মাঝরাতে তাই ওকে নিয়ে পড়লো চিন্তার ধুম ।



মাঝরাতেতে দাঁড় করিয়ে লাইনের সেই বাস
বললাম ওরে দ্রুত করে সেরে নে তোর কাজ
পাঁচটা মিনিট , দশটা মিনিট, পনের মিনিট গেলো
ড্রাইভার সাব চেঁচিয়ে বলে এবার কি ওর হোলো ।

রামদা কোথায় ?রামদা কোথায়? চেঁচিয়ে মোরা উঠি
তখনি দেখি যাত্রীসব করছে ছোটাছুটি ।
কেউ বা আবার পুলিশেতে করল তখন ফোন
মোদের ঘিরে পাহারাতে আরও কয়েকজন ।

পুলিশ এসে লাঠি দিয়ে মারলো মোদের বেশ
ঠিক তখনি রাম এসে বলল হাগা শেষ ।
বাঁকা চোখে চেয়ে পুলিশ বলল এডা কেডা?
কেঁদে কেঁদে বলি তখন এই টা রাম দা ।



লজ্জা পেয়ে সবাই যখন উঠলো আবার গাড়িতে
আমরা তখন ফিরছি কজন নিজের বাড়িতে
রাম দাদা কে রামদা ডাকায় যে হাল মোদের হোলো
এখন আমরা বেঁকেই হাঁটি ,নয়তো বয়স ষোল ।

(বি দ্র এই রকম একটা ছড়া আমি ২০০৩/০৪ সালে একটা ম্যাগাজিনে পড়েছিলাম । খুব ভালো । কিন্তু কিছুতেই লাইনগুলো মনে করতে পারছিলাম না । কিন্তু থিমটা ঠিক ই মনে ছিল ।

কি আর করার লিখেই ফেললাম । এই ছড়াটার প্রথম সৃষ্টিকর্তাকে জানাই সশ্রদ্ধ সালাম । )।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.