আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় যুবকের ঝুলন্ত লাশ

বগুড়ার ধুনট উপজেলার কাদাই গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাসুদ তরফদার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ দুপুর ১২টার দিকে গাছের ডাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মাসুদ উপজেলার কাদাই গ্রামের আশরাফ আলীর ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ তরফদার দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদক সেবনসহ মাদকদ্রব্যের টাকার জন্য নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। মাদকের টাকা না পেয়ে প্রায়ই তিনি পরিবারের লোকজনকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করতেন। পরিবারের লোকজন তাকে নানাভাবে নিষেধ করেও ব্যর্থ হয়।

এরই ধারবাহিকতায় গতকাল দিনগত রাত সোয়া ১২টার দিকে মাসুদের মৃতদেহ বাড়ির পাশে গাছের ডালে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন স্বজনরা। পরে আজ দুপুরে ঘটনাস্থল থেকে মাসুদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.