গত সপ্তাহের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হারের পর সপ্তাহের মাঝামাঝি সময়ে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল কোচ কার্লো আনচেলত্তির দল রিয়াল।
জিতেছে এবারের আসরের চমক আতলেতিকো মাদ্রিদও। আথলেতিক বিলবাওকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে তারা। আর এই জয়ের ফলে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়ালের প্রতিবেশী দলটি।
শনিবার লা লিগায় দিনের প্রথম ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে এসপাওনিলকে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
তিনটি দলই জয় পাওয়ায় দিন শেষে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৩১ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৭৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট যথাক্রমে ৭৫ ও ৭৩।
সান্তিয়াগো বার্নাবেউয়ে স্বাগতিকদের জয়ের অন্যতম প্রধান কারিগর গ্যারেথ বেল। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে অবদানও রেখেছেন টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেয়া বেল।
তবে ম্যাচের শুরুতে রিয়ালকে এগিয়ে দেওয়ার কৃতিত্ব ক্রিস্টিয়ানো রোনালদোর। বেলের পাস থেকে ঠাণ্ডা মাথায় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে একমাত্র খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ছয় ম্যাচে গোল করলেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। তাছাড়া এখন পর্যন্ত ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।