গত বছরে বাজারে আসা এইচটিসি ওয়ান স্মার্টফোনটিকে এ বছর নতুন নকশায় আবার বাজারে আনছে তাইওয়ানের প্রতিষ্ঠান এইচটিসি। এবার স্মার্টফোনটির ডিসপ্লের আকার বড় করার পাশাপাশি উন্নত ক্যামেরা ও স্মার্ট নকশা করা হয়েছে বলেই এইচটিসি দাবি করেছে। নতুন এই স্মার্টফোনটিকে এইচটিসি ওয়ান এম৮ নাম দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে সিএনএন।
ফেব্রুয়ারি মাসে স্যামসাং ঘোষিত গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির মতো এম৮ স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোরের স্ন্যাপড্রাগন প্রসেসর।
দুই গিগাবাইট র্যাম সুবিধার এই স্মার্টফোনটি এ বছরের শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটি হতে যাচ্ছে।
গত বছরে মটোরোলার বাজারে আনা মটো এক্স স্মার্টফোনটির মতো এম৮ স্মার্টফোনটিতে রয়েছে কম শক্তিতে চলে এমন বেশ কয়েকটি সেন্সর। অ্যাকসিলরোমিটার, লাইট সেন্সর, টাচ সেন্সর।
এইচটিসি ওয়ান স্মার্টফোনটির মতো এম৮ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে চার মেগাপিক্সেলের আলট্রাপিক্সেল প্রযুক্তি। এই আলট্রাপিক্সেল প্রযুক্তি ছাড়াও ছবি তোলার সুবিধার্থে আরও একটি সেন্সর যুক্ত রয়েছে এম৮ স্মার্টফোনটিতে।
এই আলট্রাপিক্সেলকে এইচটিসি বলছে উন্নত ছবি তোলার প্রযুক্তি যা ছবি ও ভিডিওর মান উন্নত করে। আলট্রাপিক্সেল সম্পর্কে বিস্তারিত জানার লিংক ( http://www.htc.com/www/zoe/ ) সিএনএন এক খবরে জানিয়েছে, এইচটিসি ওয়ান স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। এপ্রিল মাস থেকে বিশ্বের অন্যান্য দেশেও ৬০০ মার্কিন ডলার দামের মধ্যে এই স্মার্টফোনটি পাওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।