আমাদের কথা খুঁজে নিন

   

দুদক এবার ‘দৃশ্যমান’ পদক্ষেপ নেবে: চেয়ারম্যান

দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবার ‘দৃশ্যমান পদক্ষেপ’ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরপেক্ষতা প্রমাণ করা হবে বলে জানালেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় দুদক কাউকে ছাড় দেয় না, এটাই এখন প্রকাশ্যে জানানো হবে।


আজ রোববার দুপুরে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪’-এর শোভাযাত্রা ও মানববন্ধন শেষে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের যেসব ব্যর্থতা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের চেষ্টা করছি।



ক্ষমতাবানদের বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে—এমন ইঙ্গিত দিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘অতীতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযান দেখা যায়নি। বর্তমানে কয়েকজন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদদের দুর্নীতির অনুসন্ধান করছি। কারও বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতা মিললে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ’
দুদক কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন বলেন, দুদক কাউকে রাজনৈতিকভাবে বিবেচনা করে না।

প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুদক প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টন ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।

এতে দুদকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) নেতারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।