আমাদের কথা খুঁজে নিন

   

কোন প্রকার messenger ছাড়াই video call করুন ।

আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি । অনেক লিখতে ইচ্ছে করে,
কিন্তু সময়ের কারনে লিখতে পারি না । যাই হোক, অনেক দিন পর একটা পোস্ট করলাম আশা করি আপনাদের সবার ভাল লাগবে ।


আমরা সাধারনত voice call, video call কিংবা chat করার জন্য বিভিন্ন ম্যাসেঞ্জার ব্যাবহার করি ।
আজ দেখব কিভাবে ম্যাসেঞ্জার ছাড়া সরাসরি ব্রাউজার থেকে voice ও video call করা যায় । হা এই কাজ টা করব WebRTC এর মাধ্যমে ।
চলুন শুরু করা যাক ।
ধাপে ধাপে শুরু করি
১।

প্রথমে আপনার ব্রউজার ওপেন করুন (Chrome/Opera/Firefox)
২। এখানে ক্লিক করুন ।
৩। আপনি অ্যাপটাকে আনুমতি দিন আপনার ওয়েবক্যাম আর মাইক্রোফোন ব্যাবহার করার (clik allow) ।
৪।

আপনার ব্রউজার এর নিচের লিঙ্ক টা অন্য কম্পিউটার এ ওপেন করুন
(try করার জন্য অন্য একটা ব্রউজার এ লিঙ্কটা ওপেন করুন)
দেখবেন video call শুরু হয়েছে ।
কোন ভুল হলে বা কেউ আগে এই পোস্ট করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.