সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিক এই অভিযোগ দায়ের করেন।
মহানগর হাকিম শামছুল আরেফীন বেলা ১১টার দিকে ওই অভিযোগের ওপর শুনানি গ্রহণ করেন। তবে এ বিষয়ে তিনি কোনো আদেশ দেননি।
এ বি সিদ্দিক জানিয়েছেন, ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুকে অসম্মান করায় তিনি এই মানহানির মামলাটি করেছেন। আশা করছেন আদালত তা গ্রহণ করবে।
গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক সভায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করেন তার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার মা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও একই দাবি করেন।
স্বাধীনতার ৪৩ বছর পর দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে এমন দাবির প্রেক্ষিতে সংসদ এবং সংসদের বাইরে নানা মহলে সমালোচনার মুখে রয়েছে বিএনপি।
সংসদের রোববারের অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে অনেকেই খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার অভিমতও দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।