আমাদের কথা খুঁজে নিন

   

ওরা বলেঃ "চল দোস্ত ট্যুরে যাই। নাইলে আয় চা-বিড়ি খাই ".........

বন্ধুত্বের উপর কোন সম্পর্ক নাই। কোন দাবী দাওয়া নাই। থাকলে থাক না থাকলে মুড়ি খা। ফোন করলে ধরলে ধরলাম না ধরে পড়ে করলে ধুমাইয়া গালি খাইলাম। দেরী কইরা আইলে কিছু কওনের আগেই ফাপর।

হেন তেন এই সেই।
বন্ধু হল সে যে আপনাকে পেইন দিবে না, কাদলে কাধ এগিয়ে দেবে, টিস্যু পেপার দিবে কিন্তু কেন কাদছি জানতে চাইবে না। বন্ধু হল সেই যে এক কাপ চা শেয়ার করে খাবে, সিগারেট ফেলে দেয়ার লাস্ট মোমেন্টে একটা টান দিতে চাইবে। পকেটে টাকা না থাকলে বলবেঃ ভাড়া দে। বাসায় যাই।

তোগো লগে থাকতে ভাল লাগতেসে না। অথবা আপনার প্রিয় মো্টর সাইকেল বা গাড়িটাকে দুনিয়ার গালি দিয়ে লিফট চাইবে। ((((
আমি আমার বন্ধুদের ভালবাসি। সারাজীবন ভালবাসব। যতই মানুষ বলুক আমি বহির্মুখি।

পরিবারের চেয়ে বন্ধুদের গুরত্ব বেশী দেই। আমি অযথাই ওদের পেছনে সময় দেই। তারপরেও বলব বন্ধুরাই আমার সব। অন্তত ওরা আমাকে বলে নাঃ "তোমাকে দৌড়াতে হবে। জিততে হবেই" ((((
ওরা বলেঃ "চল দোস্ত ট্যুরে যাই।

নাইলে আয় চা-বিড়ি খাই "......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।