আমাদের কথা খুঁজে নিন

   

মডারেট ইশমাট কাহাকে বলে ও কাহারা বলেঃ একজন মডারেট ইশমাট লুকের নমুনা পুষ্ট



সামহোয়্যারে ভাস্কর্য ভাঙার উত্তেজনা এখন প্রায় দাবানলে রূপ নিল মনে হয় (আমি দুরে বসি মুড়ি কাই)। নানান জায়গায় খন্ড খন্ড বাহাস, চিন্তাজাগানিয়া এবং প্রোঅ্যাক্টিভ, এই ব্লগে সেই ব্লগে। আরিফ জেবতিক বনাম ত্রিভূজ, জামাল ভাস্কর এবং রিফাত হাসান এবং আরো কেউ কেউ। আমি নিজেও একটা পোস্ট লিখেছিলাম, তবে ফোকাস ছিল ভিন্ন (কারন আমি সুবিদাবাদি ও ফর্হাদমঝারাবাদি, ঠিক জায়গায় পুকাস করিতে গেলে আমার পুন্দ টনটন করে)। ভাস্কর মূর্তি ভাঙার রাজনীতিকে বিদ্যমান সরকারের মাজাভাঙা দশার ধারাবাহিকতায় দেখতে চেয়েছেন, পপুলার নোশন এটাই (পপুলার বলিলাম কারন ভাস্কর আমার পুন্দবালক)।

রিফাত দেখলাম মধ্যবিত্তের মনোভাবকে "প্রতিক্রিয়ামূলক" মনে করছেন এই প্রেক্ষিতে, তাইলে মোল্লারা যখন ভাস্কর্যের দড়ি নিয়া টানাটানি করতেছিল সেইটা কি প্রতিক্রিয়ামূলক ছিল না (আমি মুল্লাদের গাইল দেই না, কিন্তু একন মুল্লাদের সাপুট করিতে গেলে পাব্লিক আসি আমাকে পুন্দাইবে, তাই ছেপছাইডে তাকাই ভালু)? বিস্তারিত আলাপ হতে পারে এ নিয়ে। তবে এখন আমি ছোট্ট করে একটা বিষয় পাড়তে চাই। আরিফ জেবতিক বিষয়টা তুলেছেন সময়োপোযোগী। মডারেট মুসলিম (পাইছি, পুকাস অন্যদিকে ঘুরানুর সুযুগ পাইছি)। উত্তর দিতে গিয়ে অনেকেই এনগেজ করেছেন, কিন্তু আলোচনা বরাবরের মত ধর্মতত্ত্বের দিকে চলে গেছে।

আরিফ জেবতিকের পোস্টে যেমন, ত্রিভূজের পোস্টে তেমনি (আরিপজেবতিক আর তিরিভুজ, দুইজনরে এক পাল্লাই তুলি দিলাম, হিহিহি)। আমি মনে করি, "মডারেট" মুসলিম কোনো ধর্মতাত্ত্বিকভাবে ব্যাখ্যাযোগ্য কোনো অভিধা নয়। এটা সম্পূর্ণত পলিটিক্যাল আইডেন্টিটি। ৯/১১ উত্তর দুনিয়ায় "মডারেট" নামের ফিল্টারটি মার্কিনরাজ আবিষ্কার করেছে মুসলমানদের বেলায়, এবং সেটা তার নিজের স্বার্থে। এখানে ইসলামি বিধানের তারতম্য দেখে কাউকে "চরমপন্থী" বা "মধ্যপন্থী" আখ্যা দেয়া হচ্ছে না, বরং যে রাষ্ট্রটিকে মার্কিন তার জন্য নিরাপদ মনে করে না সেটা "চরমপন্থী" রাষ্ট্র আর যে রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ সেটা "মডারেট"।

লক্ষ্য রাখতে হবে, এই সার্টিফিকেট দেওয়ার মালিক শুধুমাত্র মার্কিন-বৃটিশ শক্তি, আর পৃথিবীর তাবৎ মুসলিম এর গ্রহীতামাত্র। কোন্ দেশের মুসলিম কতটুকু ইসলামী জীবনচর্চা করছে, সেই বিবেচনা হিসাব নিকাশ করে এই সার্টিফিকেট দেয় না তারা। দেয় তাদের নিজেদের প্রয়োজনে। আমরাও এই সার্টিফিকেট পাওয়ার পর আহ্লাদিত হই, সেটাও সম্ভবত জাগতিক ধান্দার কারণেই। ফলে এই শ্রেণীকরণ রাজনৈতিক এবং এর সাথে ইসলাম ধর্মের কোনোই সম্পর্ক নাই।

কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে ইসলামী জীবনদর্শনে যে দুরকমের পন্থা মাঝে মাঝে তৈরি হয় (যথা, আশআরীয়া-জাবারীয়া), সেই বিভাজন দিয়ে হালের মডারেট-মিলিট্যান্ট ইসলামি পরিস্থিতিকে ব্যাখ্যা করা অর্থহীন (এইসপ কতা বলি কতা ঘুরাই না নিলে লুকজন মুল্লাদের পুন্দাইতেই থাকিবে পুন্দাইতেই থাকিবে। আমি সুমন ছাগমান পর্হাদ মঝারের পুন্দশুকা ছামছা, আমি থাক্তে তা হইতে দিব কেনু??) ফলে পোস্ট ৯/১১ মডারেট মুসলিম নিয়ে আলোচনায় ইসলামী ধর্মতত্ত্বের আলোচনা তখনই ভ্যালু অ্যাড করবে যখন আমরা "মডারেট" শব্দটিকে তার কনটেমপরারি ব্যঞ্জনাসহ বুঝবো। (বেন্জনা বুজিতে গেলে মুল কতা বালুছাপা পড়ি যাইবেক, লুকজন অন্য কতা লই হাদুমপাদুম করিবেক, আমিও বড় বড় গিয়ানের কতা ছুদাই ভাব মারাইতে পারিব) কিন্তু সব মিলিয়ে বাঁধ ভাঙার ব্লগে একটা দারুণ ব্রেইনস্টর্ম হয়ে গেছে ভাস্কর্য ভাঙার উছিলায়। সবাইকে অভিনন্দন (সবাইকে তৈল দিলাম, নাহইলে বিপধ)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.