তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সোমবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিকে উদ্ধৃত করে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে নিজ বাড়িতে ফেরার পরিকল্পনা রয়েছে পাওয়ালের।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে সপ্তাহখানেক আগেও কানাঘুষা চলছিল যে পাওয়েলকে সরিয়ে রাজনৈতিক নিয়োগ দিতে যাচ্ছে ওবামা প্রশাসন।
গুজরাটের মুখ্যমন্ত্রী ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সময়ক্ষেপণ করেছিলেন এবং ইউপিএর পররাষ্ট্র নীতির সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ পাওয়েলের বিপক্ষে গেছে কূটনৈতিক সূত্রের খবর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।