আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনীয় কিছু সফটওয়্যার আপডেট করে ফেলুন এখনেই। সঙ্গে ইউটিউব ডাউনলোডার ফুল ভার্সন।

কেমন আছেন সকলে আশা করি অনেক ভাল, আজকে আবার ফিরলাম নুতুন এক টিউন এ , তো দেরি না করে আসুন জেনে নেই আজকের টিউন সম্পর্কে।
আজকে আমাই আপনাদের দেব কিছু আপডেট সফটওয়্যার , যা আপনার সব সময় এই কাজে লাগে ও অনেক প্রয়োজনীয়। তো দেরি না করে ডাউনলোড শুরু করে দিন।
আমারা সকলেই মজিলা ব্যাবহার করি, এর সুবিধা, প্লাগিন ,সিকুরিটি সব মিলেই এক অসাধারণ ইন্টারনেট ব্রাওজার। এর মধ্যে তারা তাদের নুতুন তম ২৯ বেটা ভার্সন ছেড়েছে , আগের সব ভার্সন এর ছয়ে এটি অনেক বেশি পরিবর্তন ও সিকুরিটি পূর্ণ আর যারা টাচ মনিটর বা ল্যাপটপ ব্যাবহার করেন তাদের জন্য ও রয়েছে অসাধারণ সব ফিচার।

নিচের ছবি দেখে নিন কেমন দেখতে এই মজিলাঃ

তবে যারা অনেক লো কনফিগার পিছি ব্যাবহার করেন তাদের একটু ব্যাবহার করতে অসুবিধা হবে এই আর কি, আর উইন্ডোজ এক্সপি এর চেয়ে উইন্ডোজ ৭ বা ৮ এ ব্যাবহার করা বেশি ভাল হবে। আর আপনারা মজিলা এর অফিসিয়াল সাইট থেকে এর সম্পর্কে অনেক বেশি কিছু জানতে পারবেন এখানে
তো দেরি না করেঃ   ডাউনলোড করে নিন এখান থেকে 
ছিছি ক্লিনার ব্যাবহার করেন নিশ্চয়, না করলে এখনেই করুন। যারা ব্যাবহার করেন তারা অবশ্যই জানেন যে এর সুবিধা সুমুহ আর যারা ব্যাবহার করেন না তারা শুনুন এর উপকারী দিক গুলোঃ

তো দেরি কেন ডাউনলোড করে ফেলুন এর লেটেস্ট ভার্সন টিঃ ডাউনলোড করুন
এবার আসুন ফ্রি বাদ দিয়ে পেইড সফটওয়্যার এ যাই, হাঁ আপনি অবশ্যই YOUTUBE এর ভিডিও দেখেন কিন্তু ডাউনলোড করতে পারেন না খুব সহজে বা আপনি যে রকম ভিডিও কোয়ালিটি চাচ্ছেন সে রকম কিছু পাচ্ছেন না। তো আসুন নিয়ে নিন শুধু মাত্র YouTube ভিডিয় গুল ডাউনলোড করার একটু বিশেষ সফটওয়্যার, যা আপনাকে দিবে অনেক অনেক বেশি সুবিধা , এর মাধ্যমে আপনি যেকোনো ফরমেট এর ভিডিও বা যেকোনো সাইজ গুল সহজেই ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যার টির সম্পর্কে।

তো দেরি না করে ডাউনলোড করুন ফুল ভার্সন সফটওয়্যার টিঃ ডাউনলোড করুন
আর আমি সব সফটওয়্যার গুল ডাটা ফাইল হস্ট এ দিয়ে দিয়েছি  নিন্মের ছবি দেখুন আশা করি ডাউনলোড করতে সমস্যা হবে নাঃ

তো আজকে এই প্রজন্তই সবাই ভাল থাকুন।


আর আমার ফুলসফটওয়্যার সাইট থেকে ঘুরে আসতে পারেন আশা করি ভাল লাগবে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।