আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েল পদত্যাগ করেছেন। মে মাসের শেষে তিনি অবসরে যাবেন বলে নয়াদিল্লি দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে।

ন্যান্সি ভারত ছাড়াও উগান্ডা, ঘানা, পাকিস্তান ও নেপালে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে নিজ বাড়িতে ফিরে নিজের মতো কিছু সময় কাটাতে চান ন্যান্সি।

রাজনৈতিক কারণে ওবামা প্রশাসন ন্যান্সিকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে- সপ্তাহ খানেক আগে ভারতের গণমাধ্যমে এ ধরণের সংবাদ প্রকাশিত হয়েছিল।

গুজরাটের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে দেরি করায় ও ইউপিএর পররাষ্ট্রনীতির প্রতি দৃঢ় সমর্থন রাখায় ন্যান্সির প্রতি ওবামা প্রশাসন ক্ষুণ্ণ হয়েছিল বলে সেই প্রতিবেদনে বলা হয়। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকায় তার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে ন্যান্সির পদত্যাগ ভারতের আসন্ন নির্বাচন বা অন্য কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়। তবে মার্কিন দূতাবাস বিবৃতিতে ন্যান্সি পাওয়েলের পদত্যাগের কোন কারণ উল্লেখ করেনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘সাম্প্রতিক কোনো ঘটনা, কোন ধরণের চাপ বা অন্য কোন কারণ নেই ন্যান্সির পদত্যাগের পেছনে।

এই বিষয়ে যে সকল গুজব শোনা যাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন’। খবর বিবিসি ও এনডিটিভির।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.