ঢাকার রামপুরা থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা থেকে ৬৩ পিস স্বর্নের বার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল গভীর রাতে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় স্বর্নের বার গুলো উদ্ধার করা হয়। সোনার ওজেন হবে আনুমানিক ১২ কেজি। যার মূল্য আনুমানিক ৩ কোটি ১৫ লাখ টাকা।
বগুড়ার সোনাতলা থানা সুত্রে জানা যায়, সোনতলা থানার পোড়া পাইকড় গ্রামের মৃত নকিবর রহমানের পুত্র ওয়াহেদুল ইসলাম (৪২) ঢাকার রামপুরা থানায় কর্মরত আছেন। ঢাকার রামপুরা থেকে খোয়া যাওয়া ২৮০ পিস স্বর্নের বার উদ্ধার করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টীম গতকাল দিবাগত রাত ১টায় সোনতলা উপজেলায় আসে। পরে সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় ওয়াহেদুলের বাড়ির গোয়াল ঘরে মাটি খুড়ে ৬৩ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়।
বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, ঢাকা ডিবি পুলিশের একটি দল বগুড়ার সোনাতলায় এসে স্বর্ণের বারগুলো উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।