আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থবিরোধী শর্তে সহায়তা চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বার্থবিরোধী শর্তে বাংলাদেশ কারও কাছ থেকে কোনো ধরনের সহায়তা চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররো আজ মঙ্গলবার দেখা করতে গেলে তিনি তাঁকে এ কথা জানিয়ে দেন।

তাঁদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, বিশ্বের প্রতিটি দেশের উন্নয়নের নিজস্ব দর্শন আছে এবং বাংলাদেশ সব সময়ই অন্য দেশ ও সংস্থার কাছ থেকে সহায়তাকে স্বাগত জানায়। নির্দিষ্ট দেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, মানসিকতা ও ভৌগোলিক চরিত্র নিয়েই এই দর্শন গড়ে ওঠে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, বিশ্বব্যাংকের সফররত ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন। গত কয়েক বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনের প্রশংসাও করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও জানান, প্রধানমন্ত্রী সফলতার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন বলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন। ইউএনবি

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।