আমাদের কথা খুঁজে নিন

   

‘অভিনয়’ করে দিলশানের জরিমানা

মঙ্গলবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের জন্য আইসিসির আচরণবিধি ভাঙার জন্য দিলশানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘অভিনয়’ করতে গিয়ে ধরা খান দিলশান। একটি বল দিলশানের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষকের কাছে গেলেও আম্পায়ারকে বিভ্রান্ত করার জন্য নিজের কনুই ঘষতে থাকেন তিনি। ভাবখানা এমন যেন বল তার কনুইয়ে লেগেছে।
ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার রড টাকার ও আলিম দার, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এবং রিজার্ভ আম্পায়ার স্টিভ ডেভিস দিলশানের বিরুদ্ধে অভিযোগ আনেন।
আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতার জন্য তাকে জরিমানা করা হয়। সোমবার রাতে দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ডেভিড বুনের দেয়া শাস্তি মেনে নেন দিলশান।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।