বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করায় সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বিস্ময় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ শেষে শাহরিয়ার আলম এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ক্রিমিয়া ইস্যুতে বাংলাদেশের ভোটদানে বিরত থাকার অবস্থান সঠিক। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাজ্যে বসে তারেক রহমানের এ ধরনের বক্তব্যের বিষয়ে আমরা ব্রিটিশ প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম।
এ দাবি নিয়ে যুক্তরাজ্য বিস্ময় প্রকাশ করেছে। একটি রাজনৈতিক দল হঠাৎ করে কেন ইতিহাসকে বিকৃত করছে, এ নিয়ে তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন, আগামীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রসঙ্গগুলো যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী তোলেননি বলে উল্লেখ করেন শাহরিয়ার আলম। তিনি জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে এবং লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসায় ব্রিটিশ প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি।
কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর পদক্ষেপ নেওয়া শুরু হয়।
বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
বৈঠকের পর অ্যালান ডানকান জানান, শাহরিয়ার আলমের সঙ্গে তার সন্তোষজনক আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। পোশাকশিল্প সম্পর্কে অ্যালান ডানকান বলেন, তৈরি পোশাকশিল্পের আধুনিকায়ন নিশ্চিত করতে বাংলাদেশের সবগুলো বেসরকারি সাহায্য সংস্থা, সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
ক্রিমিয়া ইস্যুতে বাংলাদেশের অবস্থান সঠিক : রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিরোধিতা করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট না দিয়ে বাংলাদেশ যথার্থ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বলেছেন, এ অবস্থানের মাধ্যমে বাংলাদেশ পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়নি। তিনি বলেন, 'জি-৭৭ ও জোটনিরপেক্ষ দেশের সদস্য হিসেবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কারও পক্ষে অবস্থান নিই না। কাজেই এ নীতি থেকে আমরা সরে আসিনি। তাই আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটদানে বিরত থেকেছি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাষ্ট্রদূতদের বিষয়ে অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের অবস্থান নিয়ে কোন দেশ খুশি হলো, কিংবা কোন দেশ নাখোশ হলো এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।
ডানকান আজ রানা প্লাজা পরিদর্শনে যাচ্ছেন : তিন দিনের সফরে ঢাকা সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ডানকান আজ সাভারে রানা প্লাজা পরিদর্শনে যাচ্ছেন। পোশাকশিল্পে স্বাস্থ্য নিরাপত্তা ইস্যু এবং রাজনৈতিক সংলাপ ও গণতান্ত্রিক জবাবদিহিতার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।