ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট সেকোন্ডারি এডুকেশন (আই.জি.সি.এস.ই) পরীক্ষায় সৌদি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এই শিক্ষার্থীদের সবাই রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এর ইংরেজি শাখার ছাত্র।
শিক্ষার্থীদের মধ্যে ফাহিম মাসুম অষ্টম আই.জি.সি.এস.ই. পরীক্ষায় সমগ্র সৌদি আরবের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজিতেও সমগ্র রিয়াদ অঞ্চলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
তাসনিম কামাল এনা পদার্থ বিদ্যায় সমগ্র সৌদি আরবের মধ্যে সর্বোচ্চ নম্বর এবং রহমান মির্জা রিয়াদ অঞ্চলের মধ্যে হিসাব রক্ষণ (একাউন্টিং) বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকোন্ডারি এডুকেশন (আই.জি.সি.এস.ই.) পরীক্ষা যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এর আওতায় পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ ইন্টার ন্যাশনাল স্কুলের ইংরেজি শাখা প্রতিবারের মত ২০১৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এমন সাফল্য লাভ করে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল করিম রেজা বলেন, শিক্ষার্থীদের অনন্য ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তারা শুধু স্কুলের নামই উজ্জ্বল করেনি, মাতৃভূমির নামও উজ্জ্বল করেছে। আমরা তাদের নিয়ে গর্ববোধ করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।