আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় ‘ক্রিকেট জুয়াড়ি’ বেনাপোলে আটক

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মো মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বাজার থেকে আটক অতুনু দত্তর (৪০) বিরুদ্ধে দেশ ত্যাগের ওপর ঢাকার উচ্চ মহল থেকে নিষেধাজ্ঞা ছিল।  
এ জন্য গত তিন দিন ধরে ইমিগ্রেশন এলাকায় ‘রেড এলার্ট’ চলছিল বলেও জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে চলমান ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট’ খেলায় জুয়াড়ি হিসেবে বাংলাদেশে অতনু প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি চোরাচালানির সঙ্গেও জড়িত থাকতে পারেন। ”



ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘দিনেশ পল্লী মিউনিসিপল পার্ক’ এলাকার মনিন্দ্র দত্তের ছেলে অতুনু গত ১৫ মার্চ ভারতীয় পাসপোর্র্টের মাধ্যমে বাংলাদেশে আসেন।

তার ভিসার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এর পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অতনু বেনাপোলের একটি অফিসে বসে অন্য লোকের মাধ্যমে তার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠিয়ে দেন।
“আগে থেকে নিষেধাজ্ঞা থাকায় পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট বহনকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বেনাপোল বাজারের একটি অফিস থেকে তাকে আটক করা হয়।


ওসি মো মনিরুজ্জামান আরো জানান, অতনুকে আটকের পর র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সেখানে আসেন। এরপর র‌্যাবসহ অন্যদের উপস্থিতিতে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নিয়ে যান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.