সমকামীদের বিয়ের বৈধতা দেওয়ার ক্ষেত্রে অর্থ সাহায্যের দায় কাঁধে নিয়ে সফটওয়্যার প্রতিষ্ঠান মজিলা’র প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে ইস্তফা দিলেন ব্রেন্ডন ইচ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
মজিলা’র নির্বাহী প্রধান মিশেল বেকার ব্লগে এক পোস্টের মাধ্যমে ইচের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির পরবর্তী নেতৃত্বের ব্যাপারে আগামী সপ্তাহেই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
ইচকে গত মাসে প্রতিষ্ঠানটির সিইও’র দায়িত্ব দেওয়া হয়েছিল।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৮ সালে ক্যালিফোর্নিয়াতে সমকামীদের বিয়ে বৈধ করতে অর্থ সাহায্য দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ওই রাজ্যের আদালতে বিষয়টি নিয়ে পিটিশন চলাকালীন তিনি এক হাজার ইউএস ডলার সাহায্য দেন।
ইচ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের আবিষ্কারক ও মজিলা’র সহ-প্রতিষ্ঠাতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।