আমাদের কথা খুঁজে নিন

   

ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন গণজাগরণ মঞ্চের কয়েক নেতা।

আজ সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের পক্ষে এ ঘোষণা দেন এসএম শাহীন।

তিনি নিজেকে গণজাগরণ মঞ্চের এক নেতা বলে দাবী করেন।

একই সঙ্গে ডা. ইমরান এইচ সরকারের ব্যাংক-ব্যালেন্স জনসম্মুখে প্রকাশসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ সময় তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ, মোহাম্মদ বাবুল, এনামুল কবির স্বপন, কামরুজ্জামান, মুকুল, বুলবুল প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।