ইমন-নিপুণ জুটি বেঁধে অভিনয় করলেন 'মায়ের মমতা' শিরোনামের চলচ্চিত্রে। বর্তমানে সেন্সর বোর্ডে জমা রয়েছে এটি। পারিবারিক ও রোমান্টিক গল্পে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। নির্মাতার কথায় অসাধারণ কাজ করেছেন দুজনই। দর্শক নিঃসন্দেহে এই চলচ্চিত্রে অন্য ইমন-নিপুণকে খুঁজে পাবে।
হয়তো তাদের জন্য চলচ্চিত্রটি মাইলফলক হয়ে থাকবে।
ইমন বলেন, এ চলচ্চিত্রের গল্প বাঙালি পরিবারের প্রতি ঘরে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ এ দেশের পারিবারিক জীবনের অতি চেনা চিত্র দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে 'মায়ের মমতা'য়। তা ছাড়া প্রতিটি চরিত্র বাংলার মাটির গন্ধমাখা জীবনের প্রতিনিধিত্ব করেছে। নিপুণ বলেন, চমৎকার গল্পের বুনুনে গড়ে উঠেছে 'মায়ের মমতা'।
দর্শক গল্পে বাঙালিয়ানাকেই খুঁজে পাবে। মানে বাংলার প্রতিটি ঘরের চিরচেনা চিত্র দেখতে পাবে। অনেক দিন পর সত্যিকারের একটি বাংলা চলচ্চিত্র হিসেবে দর্শকের সামনে আসছে 'মায়ের মমতা'। একটি পরিচ্ছন্ন পারিবারিক গল্পের ছবি এটি। সঙ্গে রোমান্স, অ্যাকশন আর কমেডি তো থাকছেই।
নির্মাতা জানান, মে মাসেই মুক্তি পাবে চলচ্চিত্রটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।