আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগছে ট্রফি এশিয়ায় বলে

বারবার বলে আসছিলাম বড় কোনো অঘটন না ঘটলে এবার টি-২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার ফাইনালে মোকাবিলার সম্ভাবনা বেশি। আসলে এই হিসাব জ্যোতিষীবিদ্যান নয়। পারফরমেন্স দেখেই মনে হচ্ছিল এ দুই দেশকে টপকিয়ে অন্যদের ফাইনালে আসার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত তাই হয়েছে। টুর্নামেন্টে সেরা দুদলই আজ ফাইনালে খেলছে।

ঢাকার দর্শকরা এর আগে স্বচক্ষে অনেক ফাইনাল খেলা দেখেছে। কিন্তু সমানভাবে ফর্মে থাকা ফাইনাল লড়াই আর কখনো হয়নি। যে কারণে আজ যারা গ্যালারিতে বসে খেলা দেখবেন তারা সত্যিই ভাগ্যবান। আমার বিশ্বাস ক্রিকেট ইতিহাসে আজকের ফাইনালটি স্মরণীয় হয়ে থাকবে। ফাইনাল হবে ফাইনালের মতোই।

একটা ব্যাপার ভালো লাগছে, এবারে ট্রফিটা এশিয়াতেই থেকে যাচ্ছে। শুধু টি-২০ নয় ক্রিকেটের সব বড় ট্রফি এখন এশিয়ার ঘরে। যাক অল এশিয়ান ফাইনাল হলেও ট্রফিটা কার ঘরে যাবে? ভারত না শ্রীলঙ্কা। একটু নিরপেক্ষহীন ভাবেই কথাটি বলি। আমি চাইব আজ শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হোক।

কারণ এর আগে দুবার ফাইনাল খেলেও তারা ব্যর্থ হয়েছে। চাইলেই যে শ্রীলঙ্কা জিতে যাবে তা আমি বিশ্বাস করি না। কারণ প্রতিপক্ষ দলটি ভারত। প্রথম টি-২০ ছাড়াও ভারত ওয়ানডেতে দুবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবারের মতো দুর্দান্ত ফর্মে কখনো দেখেনি।

অপ্রতিরোধ্য গতিতে তারা ফাইনালে এসেছে। গ্রুপ ম্যাচে কাউকে পাত্তা না দিলেও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ১৭৩ রানের টার্গেট দেওয়াতে ভেবেছিলাম ধোনিরা কুলিয়ে উঠতে পারবেন না। অথচ এখানেও একই অবস্থা। কোহলির অসাধারণ ব্যাটিংয়ে সেমিতেও ভারত সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। কি নেই তাদের- ব্যাটিংয়েতো তারা আগে থেকেই বিশ্বসেরা।

এবার বোলিংও তারা চোখ-ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করেছে। গ্রুপের চার ম্যাচে বোলারদের কৃতিত্বে অপরাজিত ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্বলে না উঠলেও ব্যাটসম্যানরা বিজয়ের নিশানা উড়িয়েছে। সুতরাং ভারত এবার ধরাছোঁয়ার বাইরে। তারপরও বলব তীরে এসে ধোনিদের তরী ডোবাতে পারেন লঙ্কানরা।

যদিও গ্রুপ ম্যাচে তারা বিগ স্কোর গড়েও ইংল্যান্ডের কাছে হেরে যায়। এরপরও বলব আগে দুবার রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকলেও এবার শিরোপা জেতার সামর্থ্য রয়েছে শ্রীলঙ্কার। দেখেন সাঙ্গাকারার মতো ব্যাটসম্যান সুবিধা করতে পারছেন না এরপরও শ্রীলঙ্কা দুর্বার। আজ আগে কে ব্যাটিং করবে জানি না। যদি শ্রীলঙ্কা নেমে ১৭০ বা ১৮০ টার্গেট দিতে পারে তাহলে ভারত সুবিধা করতে পারবে বলে মনে হয় না।

কারণ লঙ্কার বোলিং লাইনআপ দারুণ শক্তিশালী। স্পিনতো আছে পেস বোলিংয়ে মালিঙ্গার জুড়ি নেই। অন্যদিকে আবার ভারত ব্যাট করে যদি ১৬০ বা ১৭০ তুলতে পারে তখন শ্রীলঙ্কাও টেনশনে থাকবে। কারণ ওই বোলিংই। আসলে আজ এমন দুই দল ফাইনাল খেলছে শক্তির পার্থক্যে কাউকে কোনো দিকে এগিয়ে রাখা যাচ্ছে না।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.