আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর বাইরে বাসযোগ্য স্থান এনসেলাডাস

শনি গ্রহের ষষ্ঠ বৃহত্তম উপগ্রহ এনসেলাডাস উপগ্রহের বরফ আচ্ছাদিত ভূত্বকের ৪০ কিলোমিটার নিচে পানি রয়েছে। গবেষক দলের সদস্যরা এই তথ্য থেকে ৫শ’ কিলোমিটার ব্যাস বিশিষ্ট এই উপগ্রহকে পৃথিবীর বাইরে সবচেয় বেশি প্রাণের বাসযোগ্য বলে মনে করছেন। শনি গ্রহে অনুসন্ধানে যাওয়া মহাকাশযান ক্যাসিনি-হাইগেনসের সংগৃহীত তথ্য-প্রমাণ থেকে গ্রহটিতে পানির অস্তিত্বের সন্ধান পাওয়ার এ খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

অধ্যাপক লুসিয়ানো আইস এই আবিষ্কার প্রসঙ্গে বলেন, ‘সংগৃহীত তথ্য-প্রমাণ থেকে আমরা ধারণা করছি এনসেলাডাসের মজুদ পানির পরিমাণ উত্তর আমেরিকার লেক সুপিরিয়রের সমান।’ লেক সুপিরিয়র পৃথিবীর তৃতীয় বৃহত্তম ও উত্তর আমেরিকার সর্ববৃহৎ সুপেয় পানির উৎস।

মহাকাশযান ক্যাসিনি-হাইগেনস নাসা, এসা ও ইতালিয়ান মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে পাঠানো হয়েছিল। ২০০৪ সাল থেকে এই যানটি শনি গ্রহের বলয়ে অবস্থান করে বিজ্ঞানীদের নতুন নতুন তথ্য জানিয়ে আসছে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.