আমাদের কথা খুঁজে নিন

   

"চুম্বকের হাত।"

সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । তোমার হাত দুটি আমাকে চুম্বকের মতো আকর্ষন করে। তোমার হাত দুটি যেন চুম্বক, আর আমি কোন চৌম্বক পদার্থ। টেনে যাচ্ছে তো টেনেই যাচ্ছে। আর তার আকর্ষনে আমি বার বার তোমার কাছে ছুটে আসছি।

দিশেহারা আমি, প্রবল টানে বিগলিত আমার হৃদয়। মনের জানালা খুলে একটু চেখে দেখ সেখানে কেবল ভালোবাসার স্বাদ পাবে। আমার হৃদয়ের অপ্রকাশিত অনুভুতি গুলো বুঝতে চেষ্টা করো। চোখ থেকে টিনের চশমা খুলে আমার চোখের দিকে একটিবার তাকাও, অতল গভীরে হারিয়ে যাবে তুমি। না বলা কথা গুলো বুঝতে চেষ্টা করো, কঠিন বাস্তবতাকে স্বীকার করার চেষ্টা করো।

আমার কুকড়ে যাওয়া হৃদয়ের ভাজ গুলো দেখো, ভীড়ের মধ্যেও শূন্যতায় হারিয়ে যাওয়া দেখো, অতল সাগরে সাতরানোর ব্যর্থ চেষ্টা দেখো, নিজ পৃথিবীটাকে শূন্যতায় ভরিয়ে দেওয়ার অভিপ্রায় দেখো, বাতাস থেকে তোমার গায়ের গন্ধ নেওয়ার পাগলামী দেখো। নিজের মনে একটিবার ঝেকে দেখো, হয়তো আমিই সেখানে শিশির ফোঁটা হয়ে জমে আছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।