আমাদের কথা খুঁজে নিন

   

বেগুনীর কদর

দেশে বেগুনীর বিস্তর কদর। বেগুনীর দোকানে লম্বা লাইন। তাই বেগুনের সল্পতায় পেপে দিয়েও বেগুনী হয়। ঐদিকে সব্জির দোকানে বেগুনেরও দাম ওঠে কেজি ৪০, কেজি ৮০, রোজার মাসের মুখেমুখে কেজি ১২০, কেজি ১৫০...!

একজন নোবেল প্রাইজ পেয়ে মান-সন্মান বাচাতে দেশ থেকে পালায়! আর একজন এভারেষ্টে উঠেছিল কিনা তাই নিয়ে গ্রামের পঞ্চায়েত গুলোতে সালিশ বসে!! আর একজন বিশ্ব র‍্যাংকিং-এর ১ নম্বর অলরাউন্ডার। মুখ আর ব্যবহারের কারনে ২ দিন পরপর শো-কজ খায়!!

দেশে গুনীর কদর নেই। গুনীরা নিজের কদর রাখতে জানেনা, আমরা কদর দিতেও জানিনা, তাই গুনী জন্মায়ও না। কদর আছে বেগুনীর, তাই মাঠে মাঠে বেগুনের বাম্পার ফলন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।