আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)
আজ ইফতারের আরেকটি জনপ্রিয় রেসিপি বেগুনীর রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য।
উপকরন
লম্বা বেগুন - অর্ধেকটা
(পাতলা করে কাটলে প্রায় ১৫ টার মত বেগুনী হবে)
ছোলার ডালের বেসন - ১ কাপ
ময়দা - ১ টেবিল চামচ
ধনে গুঁড়া - ১/২ চা চামচ
জিরা বাটা - ১/৩ চা চামচ
আদা বাটা - ১/২ চা চামচ
রসুন বাটা - ১/২ চা চামচ
বেকিং পাউডার - ১/৪ চা চামচ
কর্ণ ফ্লাওয়ার - ১/২ চা চামচ
মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
হলুদ গুঁড়া -১/২ চা চামচ
লবণ - স্বাদমতো
চিনি সামান্য
পানি - পরিমানমতো, বেসনের পেষ্ট মাখা-মাখা হবে
ডিম - ১ টা (ফেটানো হলে ভাল)
তেল - ভাজার জন্য পরিমানমতো
প্রস্তুত প্রণালী
বেগুনী তৈরীর অন্তত ১ ঘন্টা আগেই বেসনের মিশ্রণ তৈরী করুন। শুরুতেই বাটিতে বেসন নিয়ে বেগুন, পানি, ডিম ও তেল বাদে উপরের সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটা থকথকে করে মিশিয়ে নিন। এখন এই মিশ্রণে ফেটানো ডিমটা ভেঙ্গে দিন ।
ভালভাবে মিশিয়ে এই মিশ্রণ ১ ঘন্টা রেখে দিন।
১ ঘন্টা পর এবার বেগুনী তৈরির জন্য বেগুনগুলো ধুয়ে লম্বা-লম্বি ভাবে পাতলা করে কেটে সামান্য লবণ, চিনি, হলুদ আর মরিচের গুঁড়া মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। এতে বেগুনীর বেগুনটা নরম হবে আর ক্ষেতে ভাল লাগবে। বেগুন পাতলা করে না কাটলে ১৫ টা বেগুনী নাও হতে পারে।
এবার বেগুনী ভাজার জন্য কড়াইতে তেল গরম করে পাতলা করে কেটে রাখা বেগুন বেসনের পেষ্টে ভালভাবে চুবিয়ে ডুবো তেলে বাদামী করে ভেজে টিস্যু পেপারে ছড়িয়ে রাখুন।
বেগুনী খুব তেল চপচপে হয়ে ওঠে, টিস্যু পেপার তেল কিছুটা চুষে নেবে। তো হয়ে গেল ইফতারিতে অবশ্যই থাকা চাই এমন আইটেম বেগুনী।
টিপসঃ
বেগুনের দাম বাড়তি (বেশি) থাকায় এখন বেগুনের বদলে পেপে কিংবা আলু ব্যবহার করেন অনেকেই, বিশেষ করে বাণিজ্যিক ভাবে। সেক্ষেত্রে বেগুনের জায়গায় আলু অথবা পেপে দিলেই চলবে। তবে তাতে বেগুনীর স্বাদ পাওয়া যাবেনা।
বেগুনীতে বেসনের মিশ্রণের প্রলেপটা যেন খুব পুরু না হয়, তাতে বেগুনীর স্বাদ থাকেনা। আর ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচ যেন কমানো থাকে তাতে তেল পুড়ে যাবেনা, আর বেগুনীগুলো ভালভাবে ভাজা হবে, ভাজা বাদামী হবে কিন্তু পুড়বে না।
সুমি, চট্টগ্রাম, ১৫-০৮-২০১০
আরো রেসিপি দেখতে পারেন এই লিঙ্কে
ইমেইলে নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন...
আগামী প্রকাশনাঃ মুনিমের পেয়াজু বানানোর অভিজ্ঞতা এবং টিপস
ছবিঃ ছবিটি নামিয়ে নেয়া হয়েছে, ছবির মালিক আপত্তি করেছেন বলে। এই ছবিটি উইকিপিডিয়া থেকে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।