আমাদের কথা খুঁজে নিন

   

কিছু আইনের প্রয়োগই পারে উচ্চ মূল্যস্ফীতিতে ও জীবন যাত্রার মান ঠিক রাখতে।

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... এক বছরে সব ধরনের জ্বালানীর দাম কয়েক দফা বাড়াল সরকার, পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের জ্বালানী নির্ভর পন্যের দাম। আর আমাদের প্রয়োজনীয় সব পন্যের সাথেই কোন না কোন ভাবে জ্বালানী নির্ভর পন্য গুলো জড়িত, হোক খাদ্য, হোক ব্যবহার্য। আর এতে করে সাধারন মানুষের জীবন যাত্রার মান ব্যহত হচ্ছে প্রতিনিয়ত। বাড়ছে ব্যয় । যে হাবে ব্যয় বাড়ছে সে হারে তো দুরের কথা কোন হারেই আয় বাড়ছে না।

সরকারের সব সিদ্ধান্তের মাসুল গুনতে হয় মধ্যবিত্ত দের। উচ্চ বিত্তদের উপর তেমন কোন প্রভাব পড়ে না। তেমনি পড়ে না নিম্ন বিত্তদের, কারন এই দুই বিত্তের মানুষের কাছে মান সম্মান এর সচেতনতার বিষয়ে কিছুটা ঘাটতি প্রতিনিয়তই আমাদের চোখে পড়ে। তারা যে কোন ধরনের কাজ করতে পারে। আর মধ্যবিত্তরা লোক লজ্জার ভয়ে কিছুই করতে পারেনা।

আর সমাজে মধ্যবিত্তের সংখ্যাই বেশী। সরকার সবসময় বলছে বিশ্ববাজারে জ্বালানীর দাম বাড়ছে,বিশ্ব অর্থ্নৈতিক মন্দা, সরকারের ভুর্তকি বাড়ছে, সরকারের ব্যয় বাড়ছে, তাই তারা বাধ্য হয়েই জ্বালানির দাম বাড়াচ্ছেন। আমি ও তাদের সাথে একমত। ভুর্তকি দিয়ে কোন দেশের অর্থনীতি চলতে পারে না। সরকার ভূর্তকি দিচ্ছে কারন মানুষের আয় সীমার মধ্যে রাখার জন্য।

এই ভাবে বেশীদিন চলতে পারেনা। কিন্তু যে হারে বাড়ছে সে হারে তো মানুষের আয় বাড়ছে না। যার কারনে বাড়ছে মূল্যস্ফীতি। জীবন যাত্রা হচ্ছে ব্যহত। সরকারের উচিত এখন এই মূল্যস্ফীতির বাজারে কিভাবে সাধারন মানুষের জীবন যাত্রার মান স্বাভাবিক রাখা যায়।

যেহেতু আয় বাড়ছে না, তাই অন্যদিকে চিন্তা করা যেতে পারে...... কি হতে পারে.......??? আমাদের আয়ের ৫০-৬০% ই চলে যায় থাকার জন্য। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ম বিত্তের সব মানুষ ই শহরে বাসা ভাড়া করে থাকেন। আর বাসার মালিক হচ্ছে সমাজের উচ্চ বিত্তের। সরকার বাসা ভাড়া নির্ধারন করেন সরকারী হিসাবে। কিন্তু এমন কোন নজির নাই যেখানে এইটা মানা হচ্ছে।

বাড়ীওয়ালা প্রতিবছর ই বিভিন্ন অজুহাতে ভাড়া বাড়ায়। তার বাড়ি করতে তো একবারই খরচ হয়েছে। তার আবার অজুহাত কি , ভাড়া বাড়ানোর জন্য ??? সরকার যদি বাসা ভাড়ার ক্ষেত্রে যে আইন আছে তার যথাযথ প্রয়োগ করতে পারে তাহলে সাধারন মানুষের আয় না বাড়লেও ব্যয় অন্যতম খাত থেকে কিছুটা সঞ্চয় করতে পারবেন , আর তা থেকে তিনি তাল মেলাতে পারবেন উচ্চ মূল্যস্ফীতির সাথে। যদিও আমাদের অনেক মন্ত্রী মাঝে মাঝে দব্যমূল্য নিয়ন্ত্রনে কম খাওয়ার পরামর্শ দেন, কয়দিন আগে জ্বালানী উপদেষ্টা বলেছেন যেখানে আপনি তিনটা লাইট ব্যবহার করতেন সেখানে ২টা করনে তাহলে দেখবেন দাম যে বাড়ছে তা আপনার মনে হবে না, কারন বিল একই আসবে । ।

সরকার যদি ডিস বিল এর জন্য যেভাবে নির্ধারন করে দিয়েছিল, বাড়ীওয়ালাদের জন্য ও যদি সে ধরনের ভাড়া নির্ধারন করে তার প্রয়োগ করতে পারে তাহলে সাধারন মানুষ উপকৃত হবে। উচ্চ বিত্ত ক্ষতিগ্রস্ত হবে , কিন্তু তারা সংখ্যায় কম। আর এই ধরনের একটা পদক্ষেপ সত্যি জনগনের কাম্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.